নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানেন করোনা পজিটিভ হলে তাদের ঘৃণার চোখে দেখা হয়। তাই করোনায় আক্রান্ত এক পরিবারের প্রতি প্রতিবেশীদের অসহযোগিতার কথা জেনেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক যুবক এবং তার সঙ্গীরা।
মালদহের রতুয়ার ভাদো এলাকার করোনা জয়ী ওই যুবকের নাম মহম্মদ সাহিদ আখতার। ২৫ কিলোমিটার পথ পেরিয়ে মালদহের চাঁচল শহরে এসে করোনা আক্রান্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। কয়েকদিন ধরে বাড়ির পাম্পসেট খারাপ হয়ে থাকায় পানীয় জলের কষ্টে ভুগছিল পরিবারটি। বাইরে তাদের জল নিতে দেওয়া হচ্ছিল না।
আরও পড়ুনঃ নতুন অতিথি আসছে ,বেঙ্গল সাফারি পার্কে খুশির হাওয়া
স্থানীয় প্রশাসন, পঞ্চায়েতের কর্তারা চেষ্টা করলেও কোনও মিস্ত্রি করোনা আক্রান্ত পরিবারটির বাড়িতে যেতে চাননি। কিন্তু সাহিদের উদ্যোগে তাদেরই দলের দুই সদস্য ঝুঁকি নিয়েও বাড়িতে ঢুকে ঠিক করে দিয়েছেন পাম্পসেটটি। পাশাপাশি দু সপ্তাহের খাবারের চাল, ডাল, পেঁয়াজ, আলু, ফল,সবজি ও সয়াবিনও দিয়েছেন তারা। স্থানীয় একটি শপিং মলে কাজ করতেন গৃহকর্তার ছেলে। তারপর লালারস পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
পরিবারটিকে প্রশাসনের তরফে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় পাম্পসেট খারাপ হওয়ার পর। খবর পেয়েই সঙ্গীদের নিয়ে ছুটে আসেন সাহিদ। পাশাপাশি অরাজনৈতিক সংস্থা সাথী ফাউন্ডেশন নাম দিয়ে গরিব মানুষদের সাহায্য করে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ উত্তম স্মৃতি বিজড়িত পদ্মপুকুর আজ সংকীর্ণ
তার সঙ্গে রয়েছেন বিপ্লব মজুমদার, শেখ আদি, সৌরভ কুমার ঘোষ, তালেক শেখ, অভীক মণ্ডল, মৃনাল মণ্ডলদের মতো অনেকেই। চাঁচলে করোনা আক্রান্তের বাড়ি গিয়ে পাম্পসেট ঠিক করে দেন দলেরই দুই সদস্য রাশেদুজ্জামান এবং নুর ইসলাম। সম্প্রতি নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন সাহিদ। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584