করোনাকে জয় করেও এবার রোজগার নিয়ে চিন্তায় টোটোচালক

0
45

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

তিনি করোনা মুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু কোভিড হাসপাতালে থাকাকালীন অযত্নে বৃষ্টিতে ভিজে বিগড়ে গিয়েছে তাঁর টোটো। একমাত্র রোজগারের উপায় সেই টোটোটি খারাপ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা ভবেশ বর্মন। করোনা যুদ্ধে জয়ী হলেও জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন কিনা, সেটাই তার কাছে এখন চিন্তার বিষয়।

toto | newsfront.co
নিজস্ব চিত্র

রায়গঞ্জ পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভবেশবাবুর গত ১০ জুন লালারসের পরীক্ষায় করোনা ধরা পড়ে। এই ঘটনায় শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরে কোভিড হাসপাতালে চিকিৎসার পরে তিনি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে এসে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এখন সুস্থ হয়ে রোজগারের পথে নামতে চান তিনি। কিন্তু তাঁর একমাত্র রোজগারের উপায়টি বন্ধ।

আরও পড়ুনঃ ৩১ জুলাই পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে পারবেন শিক্ষক, অশিক্ষক, গবেষকরা

ভবেশ বাবু বলেন, ‘আমার টোটোটি অযত্নে খোলা আকাশের নীচে এই ক’দিন পড়েছিল। সেই কারণে বৃষ্টির জলে বেশ কিছু কলকব্জা নষ্ট হয়ে গিয়েছে। আমি পরিবারের একমাত্র রোজগেরে। এতদিন কোভিড হাসপাতাল এবং হোম কোয়ারেন্টাইনে থাকায় রোজগার কিছুই হয়নি।

এখন এমন পরিস্থিতি যে টোটো মেরামত করার মতো আর্থিক সঙ্গতি আমার নেই।’ তিনি জানান, ‘পরিবারে স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। এক মেয়ে স্কুলে পড়ে। টোটো চালিয়েই স্ত্রীর চিকিৎসা, মেয়ের পড়াশোনা সহ সংসার খরচ চালান।’ যদিও রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে করোনা জয়ী ভবেশ বর্মনকে কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here