এপ্রিলের মাঝামাঝি করোনা সংক্রমণের সংখ্যা হতে পারে সর্বোচ্চ, আশঙ্কা বিশেষজ্ঞদের

0
71

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে রোজই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৪৭৬। একদিনে সংক্রমণের নিরিখে এই বছরে যা সর্বাধিক। দু’দিনে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে এক লক্ষ। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তাঁরা জানাচ্ছেন,১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ধরলে দ্বিতীয় সংক্রমণের ঢেউ স্থায়ী হতে পারে প্রায় ১০০ দিন।

Coronavirus | newsfront.co
প্রতীকী চিত্র

স্বাভাবিকভাবেই জনমানসে আশঙ্কা, আবার কি তবে লকডাউন হতে চলেছে! কিন্তু স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২৮ পাতার রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতির মোকাবিলায় এলাকাভিত্তিক লকডাউন বা নিষেধাজ্ঞা জারি করা সমস্যার সমাধান নয় বরং দ্রুত বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনাই হবে সঠিক পদক্ষেপ।

এসবিআই এর রিপোর্টে বলা হয়েছে, সংক্রমণের গতি-প্রকৃতি দেখে আশঙ্কা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি দেশে শীর্ষে পৌঁছবে করোনা সংক্রমণের হার। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কোভিশিল্ড রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আরও পড়ুনঃ সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী! রাজ্যে ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত ৫১৬, মৃত ৪, সুস্থ ৩৪৪

তবে, এই বিষয়ে বিদেশ মন্ত্রক ও সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তরফে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এসবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, কয়েকটি রাজ্যে কোভিড পরিস্থিতির মোকাবিলায় যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্থিক ক্ষেত্রে তার প্রভাব পড়বে যা বোঝা যাবে পরের মাসে।

আরও পড়ুনঃ সামনেই দোল-হোলি-ঈদ, করোনা প্রতিরোধে নির্দেশিকা কেন্দ্রের

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরল, কর্ণাটক, ছত্তিশগড় ও গুজরাত এই ছ’টি রাজ্যে দৈনিক সংক্রমণের হার যথেষ্টই উদ্বেগজনক।এই মুহূর্তে দেশে মোট সংক্রমণের ৮০.৬৩ শতাংশ আক্রান্তের ঘটনা ঘটেছে এই ছ’টি রাজ্যেই। মহারাষ্ট্র, কেরল ও পাঞ্জাবে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭৪.৩২ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র— ৩১ হাজার ৮৫৫ জন (৫৯.৫৭ শতাংশ)। মহারাষ্ট্রেই পরেই রয়েছে পাঞ্জাব (২,৬১৩) ও কেরল (২,৪৫৬)। গত ২৪ ঘণ্টায় ২৫১ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র, পাঞ্জাব ও ছত্তিশগড়ে করোনার বলি হয়েছেন যথাক্রমে ৯৫, ৩৯ এবং ২৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার কারণে কারও মৃত্যু হয়নি। এদিকে, কর্ণাটকের মন্ত্রী কে সুধাকর জানিয়েছেন ১ এপ্রিল থেকে বেঙ্গালুরুতে ঢুকতে হলে কোভিড নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here