শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সোমবারই কলকাতার সল্টলেক আমরি হাসপাতালে করোনা সংক্রমণ প্রথম প্রাণ কেড়েছে এক প্রৌঢ়ের। এবার আতঙ্ক আরও বাড়িয়ে তারই এক অফিস সহকর্মী ভর্তি হলেন হাসপাতালে। এই ঘটনায় আতঙ্ক বেড়ে গিয়েছে তার অফিসের অন্যান্য সহকর্মীদেরও। যদিও তার করোনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।
পেশায় রেলকর্মী দমদমের বাসিন্দা ওই প্রৌঢ় সোমবার দুপুরে মারা যান। জানা গিয়েছে, বিলাসপুর থেকে ফিরে ২ মার্চ থেকে ৮ মার্চ অফিস করেছিলেন ওই ব্যক্তি। তারপরই তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীকালে অসুস্থতা আরও বেড়ে যায়। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার তিনদিনের মধ্যেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় মাস্ক ও সাবান বিতরণ
ওই প্রৌঢ়ের মৃত্যুর পরেই সোমবার রাতেই প্রবল শ্বাসকষ্ট আর জ্বর নিয়ে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁর এক সহকর্মীকে। অসুস্থ ব্যক্তিও দমদমের বাসিন্দা এবং মৃত ব্যক্তির সঙ্গে একই দফতরে একই ঘরে কাজ করতেন। ওই ব্যক্তির সঙ্গে তার যথেষ্ট হৃদ্যতা ছিল। তাই তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সর্দি-কাশির মত উপসর্গের সঙ্গে রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট রয়েছে। প্রাথমিক ভাবে নিউমোনিয়ার উপসর্গ রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নিউমোনিয়ার উপসর্গের আড়ালে লুকিয়ে থাকে করোনা ভাইরাস। সেই কারণে কোনো ঝুঁকি না নিয়ে তার লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত এই পরীক্ষার রিপোর্ট আসেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584