বিশেষ নজর মালদহ-মুর্শিদাবাদে, করোনা পরীক্ষাকেন্দ্র খুলতে উদ্যোগী সরকার

0
258

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না বলে অভিযোগ উঠছে সব মহলে। তাই এবার করোনা পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার।রাজ্যে এই মুহুর্তে আইসিএমআর অনুমতিপ্রাপ্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮টি করোনা পরীক্ষা কেন্দ্র রয়েছে।

corona test | newsfront.co
প্রতীকী চিত্র

এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থা নাইসেড,এসএসকেএম,স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন,মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এই ৫ সরকারি প্রতিষ্ঠান এবং সাথে বাকি ৩টি বেসরকারি সংস্থায় করোনা পরীক্ষা চলছে।

আরও পড়ুনঃ করোনা পরীক্ষা-সহ মৃতের সংখ্যা রাজ্যের পরিসংখ্যান স্পষ্ট নয় হাইকোর্টের কাছেও

তবে মালদা আর মুর্শিদাবাদ জেলাতে আরো দুটি করোনা পরীক্ষা কেন্দ্রের কথা ভাবছে রাজ্য। সেই জন্য এই দুটি জেলার স্বাস্থ্য দপ্তর দুটি জেলার মেডিকেল কলেজ দুটিকে প্রস্তুত করতে উদ্যোগী হয়েছে। সমীক্ষা অনুযায়ী মালদা ও মুর্শিদাবাদ এই দুই জেলাতে ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। তাই এই দুই জেলাকে বিশেষ নজরে রাখা হয়েছে।

উল্লেখ্য,এই দুই জেলার মেডিকেল কলেজ গুলোর সাথে আরো ৩ টি বেসরকারি সংস্থায় করোনা পরীক্ষার অনুমোদন মিললে রাজ্যে মোট ১৩ টি কেন্দ্রে করোনা পরীক্ষা হবে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here