নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। তাই আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা লোকজনের লালা রসের নমুনা সংগ্রহে নামল বাঁকুড়া পৌরসভার মেডিকেল টিম। আজ শহরের কেন্দুয়াডিহি এলাকার ক্ষুদিরাম সরণির বাসিন্দাদের লালারস সংগ্রহ করার পাশাপাশি এলাকা স্যানিটাইজডও করা হয়।
প্রসঙ্গত, সারা জেলায় দ্রুত বাড়ছে করোনার প্রকোপ। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই জেলায় ৬০০ ছাড়াল। এবার একদিনে নুতন করে আক্রান্ত হলেন ৪৮ জন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬০৬ জন।পাশাপাশি এদিন সুস্থ হয়ে বাড়ী ফিরলেন ৮ জন।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কের মধ্যেই শহরে ডেঙ্গুর বলি পার্ক সার্কাসের কিশোর
ফলে জেলায় এপর্যন্ত করোনা থেকে সেরে ওঠার সংখ্যা দাঁড়াল ৩৮৮ জন ৷ তবে জেলায় এই মূহুর্তে সক্রিয় আক্রান্ত আছেন ২১৮ জন। ২৭ জুলাইয়ের নিরিখে স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584