অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ
পুজোর পরেই ঘরোয়া লীগ ও ক্লাব ক্রিকেট শুরু করতে চায় সিএবি। আর অনুশীলন শুরুর আগে বিসিসিআইয়ের দেওয়া এসওপি (Standard Operating Procedures) মেনে সিএবিতে ক্রিকেটার ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা হল।
মোট ৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২১ জন বাংলার সিনিয়র ক্রিকেটার ও ১৬ জন মহিলা ক্রিকেটার ছিলেন। আম্পায়ার, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়।
স্বস্তির খবর থাকলেও অস্বস্তিও থাকছে বাংলার পেস বোলার মুকেশ কুমার ও স্পিনার শ্রেয়াণ চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন। উপসর্গ না থাকায় তারা হোম কোয়ারেন্টাইন থাকবেন।
আরও পড়ুনঃ ১৭ অক্টোবর মোহনবাগানে আসছে আই লীগ ট্রফি
আগামী সপ্তাহ থেকে জিম ও ফিটনেস ট্রেনিং শুরু হতে পারে বাংলার ক্রিকেটারদের তাই এই পরীক্ষা। তবে একসঙ্গে নয় আলাদা আলাদা করে ক্রিকেটাররা করবেন জিম ও ট্রেনিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584