নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হয়েছে। করোনা সংক্রমণ রুখতে এতদিন বন্ধ ছিল সমস্ত ধর্মীয় স্থান। তবে আনলক-১ শুরু হতেই ধর্মীয় স্থান খুলে দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্র। সেইমতো খুলেছিল তিরুপতি মন্দিরও। তারপর কিছুদিন যেতে না যেতেই আবারও বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির। এরপর ৮ জুন ফের খুলে দেওয়া হয় তিরুপতি মন্দিরের দরজা। কিন্তু তিরুপতি মন্দির ফের খোলার জন্যই ওই এলাকায় বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ।
সম্প্রতি তিরুপতির সহকারী পুলিশ সুপারের তৈরি করা একটি রিপোর্টে এই অভিযোগই করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবিলম্বে মন্দির বন্ধ করারও দাবি জানানো হয়েছে। অন্ধ্রপ্রদেশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে তিরুপতিতে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছেন এএসপি মুন্নি রামাইয়া।
আরও পড়ুনঃ করোনার উৎপত্তি উহানের গবেষণাগার থেকেই, প্রমাণ সামনে আনল আমেরিকা
সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “শুধুমাত্র গত ৮ জুন তিরুপতি মন্দির ফের খোলার জন্যই ওই এলাকায় দ্রুত করোনার সংক্রমণ ছড়িয়েছে। মন্দির খোলার পরই মন্দিরের ২১ জন পুরোহিত-সহ ১৫৮ কর্মচারীও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে অন্ধ্রপ্রদেশ পুলিশের ৪৩ জন সদস্যও রয়েছেন। তাই অবিলম্বে ওই মন্দির বন্ধ করে দেওয়া হোক। মন্দির অত্যাবশকীয় পরিষেবার মধ্যে এমনিও পড়ে না, তাই তিরুপতি মন্দির খুলে রাখারও কোনও দরকার নেই।”
আরও পড়ুনঃ বদলে যাওয়া নতুন নামের ফলক বসল বন্দরে
স্থানীয় সূত্রে জানা গেছে, তিরুপতির সহকারী পুলিশ সুপারের ওই রিপোর্টের পরেই তিরুমালা তিরুপতি বালাজি মন্দির কর্তৃপক্ষ শনিবার বিকেলে বৈঠকে বসে। তবে তাতে কী সিদ্ধান্ত হয়েছে তা এখনও জানা যায়নি। এখন মন্দির বন্ধ করার বিষয়ে নতুন করে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। তাই আগের নির্দেশানুযায়ীই হচ্ছে মন্দিরের কাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584