ডিসেম্বরের শুরুতে কলকাতায় শুরু হতে চলেছে চূড়ান্ত পর্যায়ে করোনা ভ্যাকসিনের ট্রায়াল

0
88

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ধীরে ধীরে করোনা যুদ্ধ জয়ের দিকে এগোচ্ছে সারা বিশ্ব। কলকাতায় করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল’ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার ডিসেম্বরের শুরুতে হতে চলেছে কোভিড টিকার পরীক্ষামূলক চূড়ান্ত প্রয়োগ।

Covid19 | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিসেস (নাইসেড)-এ ভারত বায়োটেকের তৈরি সম্ভাব্য এই টিকার ট্রায়াল শুরুর অনুমোদন মিলেছে। শুধু কলকাতা নয়, দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদেও শুরু হবে ট্রায়াল।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, রাজ্যে নিম্নগামী তাপমাত্রায় চেনা ছন্দে হাজির হতে চলেছে শীত

ইতিমধ্যেই ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ কো-ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর সহযোগিতায় এই টিকা তৈরি করছে ভারত বায়োটেক। এই ভ্যাক্সিনেরই এবার চূড়ান্ত প্রয়োগ করা হবে।

আরও পড়ুনঃ শ্রাদ্ধের আগের দিন বাড়ি ফিরলেন ‘মৃত’ করোনা রোগী, হতভম্ব আত্মীয়-স্বজন

আরো জানা গিয়েছে, নাইসেডে তত্ত্বাবধানে ১০০০ জনের ওপর ট্রায়াল চলবে। দুই দলে ভাগ করে ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করা হবে। ২৮ দিনের মাথায় ডোজ পাবেন করোনায় আক্রান্ত রোগীরা। দুই দলের মধ্যে একদলের বেশ কিছু স্বেচ্ছাসেবককে প্ল্যাসেবো দেওয়া হবে।

প্রথম ওষুধ প্রয়োগে তৃতীয় পর্যায়ের ট্রায়াল রানের মাধ্যমে পরীক্ষা চলবে। ১৮ থেকে ৯৯ বছর বয়সি স্বেচ্ছাসেবকদের উপর এই টিকার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হবে। যার ফলাফল পেতে ৩ থেকে ৪ মাস লাগবে। যাদের ওপর প্রয়োগ করা হবে তাঁদের নাম নথিভুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here