নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শনিবার থেকে দেশে শুরু হল দীর্ঘ প্রতীক্ষিত করোনা টিকাকরণ কর্মসূচি। প্রতিটি রাজ্যে সব নিয়ম মেনেই চলছে টিকাকরণ। এরই মধ্যে একটি আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন ফর সাইকোলজিকাল সায়েন্স (এপিএস) জানিয়েছে যে হতাশা, মানসিক চাপ কিংবা একাকীত্ব থাকলে সেই সব ব্যক্তির দেহে কার্যকর হচ্ছে না করোনা ভ্যাকসিন।
এই সংস্থার তরফে নতুন এক প্রতিবেদন প্রকাশ করে জানানো হয়েছে এই তথ্য। মনস্তত্বাত্তিক বিজ্ঞানের একটি জার্নালে বলা হয়েছে যে করোনা টিকাকে কার্যকর করে তুলতে এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দেখা হোক। নাহলে কার্যত আশাপ্রদ ফল মিলবে না টিকার।
এপিএস জানিয়েছে, পরিবেশগত কারণগুলির পাশাপাশি কোনও ব্যক্তির জিনগত কোন সমস্যা, শারীরিক অসুস্থতা ও মানসিক স্বাস্থ্যের সমস্যা এমনিতেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে। অর্থনৈতিক চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তার মত বিষয়গুলি মানসিক স্বাস্থ্য সঙ্কট সৃষ্টি করছে। যা ভ্যাকসিনের কার্যকারীতার সামনে একটি বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ দেশজুড়ে শুরু হল টিকাকরণ কর্মসূচি, সূচনা করলেন প্রধানমন্ত্রী
জানান হয় এই টিকা দেওয়ার কয়েক ঘন্টা পর থেকেই শরীরের মূলত দেহকোষের সেলুলার স্তরে প্রতিক্রিয়া শুরু হয় প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার। যা অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদানের ক্ষেত্রে একটি ভ্যাকসিন কতটা কার্যকর তা অবশ্য নির্ভর করবে মানসিক স্বাস্থ্যের উপরই। এমনটাই মত গবেষকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584