সমগ্র দেশেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

0
81

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশবাসীর জন্য সুখবর। করোনার ভ্যাকসিনের খরচ নিয়ে যাবতীয় প্রশ্ন, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সরকারিভাবে ঘোষণা করে দিলেন, গোটা দেশেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

Harsh Vardhan | newsfront.co
হর্ষ বর্ধন। ফাইল চিত্র

বিহারের নির্বাচনী ইস্তেহারে কেন্দ্রের শাসকদল প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় ফিরলে সে রাজ্যে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি শুধুমাত্র বিহারের মানুষই বিনামূল্যে ভ্যাকসিন পাবেন? শনিবার সংক্ষেপে সেসব প্রশ্নের জবাব দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

দিল্লি সরকার আগেই ঘোষণা করেছিল, রাজধানীতে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে বিনা খরচেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও এদিন ঘোষণা করে দিলেন, “শুধু দিল্লি নয়, গোটা দেশেই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে করোনার টিকা।”

সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই টিকাকরণ শুরু হবে। তবে, প্রথমদিকে তাতে খুব একটা গতি আনা সম্ভব হবে না বলেই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ব্রিটেনে নতুন করে করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি

কারণ, প্রথমদিকে টিকার সরবরাহ কেমন থাকবে, তা এখনও পরিষ্কার নয়। টিকাকরণের ক্ষেত্রে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী-সহ প্রথম সারির যোদ্ধাদের তালিকা অনুযায়ী টিকা দিতে প্রায় দু’মাস সময় লেগে যাবে বলেই মনে করা হচ্ছে। তবে বাজারে একাধিক ভ্যাকসিন এলে এই কাজে গতি আসবে এবং তাতে সময়সীমা কমবে বলেই আশা করছে কেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here