করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে পরিবারের ভেতরেইঃ গবেষণা

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দক্ষিণ কোরিয়ার মহামারী বিশেষজ্ঞদের একটি গবেষণা থেকে জানা যাচ্ছে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের নিজের পরিবারের লোকেদের থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, বাইরের লোকের থেকে সংক্রমণের হার অনেকটাই কম।

Coronavirus | newsfront.co
প্রতীকী চিত্র

ইউএস সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পক্ষ থেকে ১৬ জুলাই ২০২০ তারিখে প্রকাশিত এক প্রবন্ধ থেকে জানা যায় ৫৭০৬ জন ‘ইনডেক্স রোগী’ যাঁদের কোভিড পরীক্ষার ফল পজিটিভ; তাঁদের সংস্পর্শে এসে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজারেও বেশি। এই গবেষণামূলক প্রবন্ধ থেকে আরও জানা গেছে যে, মাত্র দুই শতাংশ আক্রান্ত হয়েছেন অন্য কোনো ভাবে যেখানে দশ শতাংশ আক্রান্তের সংক্রমণ তাঁদের নিজের পরিবার থেকে হয়েছে।

আরও পড়ুনঃ রেলস্টেশন, প্ল্যাটফর্মগুলিকেও এবার বেসরকারিকরণ করতে চায় কেন্দ্র

পরিবারের সদস্যদের মধ্যে যাঁরা আক্রান্ত হচ্ছেন বয়সের হিসাবে দেখা গেছে প্রথমে রয়েছে ১৩ থেকে ১৯ বছরের মধ্যে অর্থাৎ টিনেজাররা আর তার পরেই আছেন প্রৌঢ় অর্থাৎ ৬০ থেকে ৭০ এর মধ্যে যাঁদের বয়স। এই দুই ধরণের মানুষরাই পরিবারের বাকি সদস্যদের সাথে সবথেকে বেশি সময় কাছাকাছি থাকেন।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি: ২২শে জুলাই, সকাল ৮ ঘটিকা

কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের ডিরেক্টর জিওঙ ইউন কিয়ং নিজেও এই গবেষণার একজন অন্যতম সদস্য ছিলেন, তিনিও এই তত্বে সমর্থন জানিয়েছেন। তিনি আরও জানান, নয় বছর বা তার নিচের শিশুরা এই সংক্রমণের শিকার অনেক কম ক্ষেত্রে। কোরিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানিয়েছে এই মুহূর্তে তাদের দেশে সমগ্র আক্রান্তের সংখ্যা ১৩৮১৬ এবং মৃতের সংখ্যা ২৯৬।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here