শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের মত এনআরএস মেডিক্যাল কলেজেও থাবা বসিয়েছে করোনা। একাধিক বার চিকিৎসক থেকে রোগীরা আক্রান্ত হয়েছেন করোনায়। তাই স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অপেক্ষা না করে নিজে থেকেই করোনা ওয়ার্ড চালু করার কথা ঘোষণা করল এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে আগামী সাত দিনের মধ্যেই হাসপাতালে করোনা ওয়ার্ড চালু হয়ে যাবে। বুধবার হাসপাতালে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে।
জানা গিয়েছে, হাসপাতালের অস্থিরোগ বিভাগে প্রাথমিক ভাবে ১১০টি শয্যা দিয়ে চালু হবে করোনা ওয়ার্ড। ধীরে ধীরে বাড়ানো হবে শয্যা সংখ্যা। ৪টি সিসিইউও থাকবে। হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সভাপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, স্বাস্থ্য দফতরের তরফে কোনও নির্দেশ না থাকলেও পরিস্থিতি বিবেচনা করে নিজে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে মৃত কোভিড যোদ্ধাদের পরিবারকে ক্ষতিপূরণ-সহ চাকরি দেবে রাজ্য
বর্তমানে কলকাতা শহরে কলকাতা মেডিক্যাল কলেজ এবং ইএসআই জোকা হাসপাতালে করোনা চিকিৎসা হয়। কিন্তু সংক্রমণ যে ভাবে বাড়ছে, তাতে অনেক সময়ই শয্যা পাচ্ছেন না রোগীরা। এই হাসপাতালে করোনা ওয়ার্ড চালু হলে এটি কলকাতার মধ্যে তৃতীয় করোনা হাসপাতাল হিসাবে কাজ শুরু করবে। এতে সাধারণ মানুষেরই উপকার হবে বলে মত শান্তনুবাবুর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584