পুজো উদ্বোধনে করোনা যোদ্ধা অ্যাম্বুলেন্স চালক

0
104

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ফালাকাটার করোনা যোদ্ধা গণেশ পালকে সম্মান জানাল ফালাকাটার ‘তরুণ দল’ ক্লাব। এবছর তরুণ দলের ৬১তম শ্যামা পূজার উদ্বোধন করলেন করোনা যোদ্ধা গণেশ পাল। শুক্রবার রাতে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফালাকাটার অ্যাম্বুলেন্স চালক গনেশ পাল৷

inauguration | newsfront.co
উদ্বোধন ৷ নিজস্ব চিত্র

গণেশ বাবু এই করোনা মহামারিতে করোনায় আক্রান্ত রোগীদের তার অ্যাম্বুলেন্স করে পৌঁছে দিয়েছে কোভিড হাসপাতলে। এই মহামারিতে যখন সকলে ঘরবন্দি সে সময় নিজের জীবনের পরোয়া না করে নিরলস ভাবে সেবা করেছেন করোনা আক্রান্ত রোগীদের জন্য।

people | newsfront.co
গণেশ পাল ৷ নিজস্ব চিত্র

এদিন ফালাকাটার ঐতিহ্যবাহী ক্লাব তরুণ দল অ্যাম্বুলেন্স চালক করোনা যোদ্ধা গণেশ পালকে তার যোগ্য সম্মান দেওয়ায় ফালাকাটাবাসি তরুণ দলের এই ভাবনাকে কুর্নিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ বিধি মেনেই হবে তারাপীঠের কালীপুজো

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতলের সুপার ডাঃ চন্দন ঘোষ, ফালাকাটা থানার আইসি দেবদত্ত বন্দোপাধ্যায়, সমাজ সেবী সুভাষ রায়, আবদুল মান্নান প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here