সজিবুল ইসলাম, কলকাতাঃ
কোভিড-১৯ শুরু হওয়ার পর ভারতবাসী বহুমুখী সমস্যার সম্মুখীন হলে জনগণের সেবায় আত্মনিয়োগ করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা জনগণের সেবা করতে থাকে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের সাথে সাথে অক্সিজেন, হাসপাতালে বেড দেওয়া, অক্সিজেন দেওয়া ইত্যাদি বহুমুখী সেবা প্রদান করে। কোভিডের কারণে যারা মৃত্যু বরণ করেন তাদের অন্তিম কাজেও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সামনের কাতারে থেকেছে।
পপুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ শাখা আজ করোনা স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করার জন্য পুরষ্কৃত করে, তাদেরকে জানায় অভ্যর্থনা। ২৯ ডিসেম্বর, ২০২১ কলকাতার রাজাবাজারে এই অভ্যর্থনা জ্ঞাপন প্রোগ্রাম করা হয়। প্রায় ৩৪ জনকে এদিন অভ্যর্থনা দেওয়া হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি ডঃ মো মিনারুল শেখ, কলকাতা শাখার সভাপতি রেজাউল শেখ ও সম্পাদক নুজরুল মন্ডল ও হিউম্যান কেয়ার ট্রাস্টের এর কর্ণধারগণ। নারী পুরুষ মিলিয়ে উক্ত প্রোগ্রামে প্রায় ৭০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। বিপদের সময় মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার মাধ্যমে এদিনের এই প্রোগ্রাম শেষ হয়।
আরও পড়ুনঃ ARTSACRE রাজারহাট ক্যাম্পাসে অনুষ্ঠিত হল আর্ট-হাট, ২০২১
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584