শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অনেক লড়াইয়ের পরেও মৃত্যু হল করোনা ভাইরাসে আক্রান্ত নয়াবাদের ৬৬ বছরের প্রৌঢ়ের। তিনি রাজ্যের দশম করোনা আক্রান্ত হিসেবে ধরা পড়েন। তার মৃত্যুর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে।
১৩ মার্চ মেদিনীপুরের এগরায় একটি বিয়েবাড়িতে গিয়ে সংক্রামিত হয়ে পড়েন তিনি। ১৪ মার্চ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন। প্রাথমিক ভাবে নিউমোনিয়া ধরা পড়ে। ২৫ মার্চ শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁর লালারসের নমুনা পাঠানো হয় নাইসেডে। ২৬ মার্চ তার নমুনা করোনা পজিটিভ আসে।
আরও পড়ুনঃ শূন্য বিভ্রাট! স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিনেই হোম কোয়ারেন্টাইনের ভুল তথ্য
তারপর থেকেই ওই হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই লড়ে যাচ্ছিলেন বৃদ্ধ। পরের দিনই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে ঢোকানো হয়। তারপর থেকে সপ্তাহব্যাপী ভেন্টিলেশনেই ছিলেন প্রৌঢ়। এদিন বিকেলের পর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হয়। বুধবার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতালের এক কর্তা বলেন, কোভিড-১৯ নিউমোনাইটিস সংক্রমণে আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584