ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ পার। তারমধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ১৪ ঘন্টার জন্য রবিবার ‘জনতা কারফিউ’ এর ডাক দিয়েছেন। রেল মন্ত্রক ওই নির্ধারিত সময় সকাল ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চালাবে না। বাসের সংখ্যাও থাকবে কম।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। যারা বিরোধিতা করছেন তাদের দাবি শুধু মাত্র একদিনের ‘জনতা কারফিউ’এ হবে না, এই মহামারী মোকাবিলার জন্য প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ ও সঠিক পরিকল্পনা। অনেকে হাততালি দেওয়া, ঘন্টা বাজানো বা থালা বাজিয়ে উৎসাহ দেওয়ার পরামর্শকে কটাক্ষ করেছেন। অনেকেই আবার প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। যার মধ্যে অন্যতম গায়ক সনু নিগম।
#Covid19India : #SonuNigam won't return from Dubai until things get normal; to hold an online concert on '#JantaCurfew' day #JantaCurfewChallenge
Read-https://t.co/4gWkyKqLauhttps://t.co/4gWkyKqLau pic.twitter.com/3AtTxhh5vG
— Newsroom Post (@NewsroomPostCom) March 21, 2020
তিনি এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন , “করোনাভাইরাস ১২ ঘন্টায় নিষ্ক্রিয় হয়ে যায়। আর জনতা কারফিউ ১৪ ঘণ্টার। আপনারা বুঝতেই পারছেন এটা কত বড় মাস্টার স্ট্রোক। এটা কোন দেশই সঠিক সময়ে খেলেনি, যেটা আমরা ভারতবাসীরা খেলতে যাচ্ছি রবিবার সকাল ৭ টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত।”
ইতিমধ্যে সনু নিগমের এই ভিডিওবার্তা সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584