নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনা কবলিত ভারতে ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় দেশজুড়ে টানা আড়াই মাস ধরে চলছে লকডাউন। এর পরেও প্রায় প্রতিদিনই ১০ হাজারের কাছাকাছি মানুষ নতুন করে কোভিড-১৯ এর কবলে পড়ছেন। দেশে মৃতের সংখ্যাটাও প্রায় সাত হাজারে গিয়ে ঠেকেছে।
কিন্তু এখানেই শেষ নয়, ভারতের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। এমনটাই বললেন খোদ এইমসের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া। তাঁর আশঙ্কা ভারতের যা জনসংখ্যা, তাতে আগামী দিনে আরও দ্রুতহারে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা। বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বাড়তে পারে এর প্রকোপ। ফলে সচেতনতা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।
#Coronavirus peak yet to come in India, warns AIIMS Director Dr Randeep Guleria#ITVideo pic.twitter.com/KbmemwBsHu
— IndiaToday (@IndiaToday) June 7, 2020
আরও পড়ুনঃ লকডাউনের ব্যর্থতার গ্রাফচিত্র টুইট করলেন রাহুল
এইমসের ডিরেক্টর বলছেন, “সত্যি বলতে, ভারতের সবচেয়ে খারাপ সময় এখনও আসেনি। আর হ্যাঁ, সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু সেটা প্রত্যাশিত। কারণ, ভারতের এই বিশাল জনসভা। ভারতকে ইউরোপের দেশগুলির সঙ্গে তুলনা করাটা উচিৎ হবে না। ভারতের জনসংখ্যা ইউরোপের দু’তিনটে দেশের মিলিত জনসংখ্যার থেকেও বেশি। লকডাউন ব্যর্থ হয়নি। তবে লকডাউনের ফলে আমরা বিরাট কিছু লাভবান হয়েছি, তা একেবারেই বলা চলে না। মানুষ যদি লকডাউনটা গুরুত্ব দিয়ে পালন করতো তাহলে করোনার কবল থেকে দেশ কিছুটা রেহাই পাওয়া পেত। কিন্তু দেশের অধিকাংশ মানুষই লকডউনকে গুরুত্ব দেয়নি, ফলে লকডাউনের পরও সংক্রমিতের সংখ্যাটা খুব একটা কমেনি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584