রূপ বদলাচ্ছে ‘করোনা’, ঘুম উড়েছে গবেষকদের

0
308

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের কবলে গোটা বিশ্ব। পৃথিবীতে নিজের ক্ষমতা প্রদর্শনের সময় থেকেই ক্ষণে ক্ষণে রূপ বদলেছে সারস-কোভ-২। যে কারণে এই ভাইরাসের নাম করোনাভাইরাস সেই ‘করোনা’র রূপই এবার বদলে গেল। এতদিন এই ভাইরাসের যে ছবি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যেত তা হল ভাইরাসের বাইরের অংশ স্পাইকের মতো বলয়। যাকে সূর্যের করোনা বলয়ের সঙ্গে তুলনাও করা হয়েছিল।

Corona symptoms | newsfront.co
প্রতীকী চিত্র

কিন্তু সম্প্রতি যে তথ্য প্রকাশ পেয়েছে তা দেখে চিন্তায় পড়েছেন গবেষকরা।দেখা গিয়েছে মানবদেহে প্রবেশ করে নিজের এই করোনা ‘স্টাইল’কে বদলে দিচ্ছে ভাইরাস। স্পাইককে গুটিয়ে দিয়ে ‘চুলের কাঁটার’ (হেয়ারপিন স্ট্রাকচার) আকার নিচ্ছে সে।

এই স্পাইক প্রোটিন চরিত্রের জন্যই ভাইরাসের বিশাল জগতে করোনা স্বাতন্ত্র্য। আর শক্তিবৃদ্ধির নেপথ্যেও এই রূপ। ভাইরাসটি বাইরের আবরণে কাঁটার মতো প্রোটিনের একটি আস্তরণ রয়েছে। যাকে দেখতে অনেকটা মুকুটের মত। এই গ্লাইকোপ্রোটিনই হল করোনার স্পাইক প্রোটিন।

আরও পড়ুনঃ তবলিঘি জমায়েতে যোগ দেওয়া ৫৩ জন বিদেশী নাগরিক দেশে ফিরলেন

ক্রায়োজেনিক ইলেকট্রন মাইক্রোস্কোপ পদ্ধতি ব্যবহার করে ডাঃ বিং চেন এবং সহকারীরা ভাইরাসের স্পাইক প্রোটিনের দু’রকমের ছবি তোলেন। একটি দেহে প্রবেশের আগে এবং অপরটি কোষ প্রোটিনের সঙ্গে বন্ধুত্ব পাতানোর সময়। আর এই ছবিতে ধরা পড়ল ভাইরাসটির এক নাটকীয় পরিবর্তনের।

আরও পড়ুনঃ নভেম্বরে ভারতে বাজারে আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

দেখা যাচ্ছে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের সঙ্গে কাজ করার সময় বদলে যাচ্ছে করোনার সেই স্পাইক রূপ। পরিবর্তে চুলের কাঁটার আকার নিচ্ছে এই ভাইরাস। গবেষকদের মতানুযয়ী ভ্যাকসিন আবিষ্কারের আগে এই রূপ পরিবর্তনের খবর জানা প্রয়োজন ভ্যাকসিন প্রস্তুতকারকদের। ডা: চেন বলেন যেহেতু এটি আরএনএ ভাইরাস তাই এর চরিত্র বদল সম্ভব। কিন্তু রূপে বদলের বিষয়টি এই প্রথম।এর ফলে যেটা হবে সারস-কোভ-২ ভাইরাসকে ভেঙে ফেলা খুব কঠিন হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here