বঙ্গ সীমান্তের ৫ রাজ্যে ‘করোনা চেকিং’ বাধ্যতামূলক করল স্বাস্থ্য দফতর

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পাঁচ রাজ্যের সঙ্গে বাংলার সীমান্তবর্তী এলাকার চেক পয়েন্টগুলিতে যে কোনও সময়, যে কোনও ব্যক্তিকে করোনার জন্য পরীক্ষা করা হবে।

এমনই নির্দেশ জারি করল রাজ্য সরকার। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম এবং অসম—এই পাঁচ রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী চেক পয়েন্টগুলিতে এই নির্দেশ লাগু করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী এবং ডাঃ দেবাশিস ভট্টাচার্য।

coronavirus checking | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত, এই পাঁচ রাজ্যের সঙ্গে বাংলা সীমানার ৭৮টি জায়গায় করোনা চেকিং করার সিদ্ধান্ত হয়েছে।
রাজ্যবাসীকে করোনা সংক্রমণ থেকে বাঁচাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১১টি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি’র সিদ্ধান্তগুলির তালিকায় এই সিদ্ধান্তও রয়েছে।

এ বিষয়ে রবিবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, আমরা সকলকেই অনুরোধ করছি সহযোগিতা করার জন্য। জনস্বার্থে সবাইকেই এগিয়ে আসতে হবে, সে তিনি চান বা না চান।

আরও পড়ুনঃ ভাইরাস মোকাবিলায় সীমান্তে নাকা চেকিং

সূত্রের খবর, রাজ্যের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারের সঙ্গে অসমের একাধিক জায়গায় সীমানা রয়েছে। তার মধ্যে কোচবিহারের সঙ্কোশ, লাঙ্গোল, নিউ চাংরাবান্ধা এবং আলিপুরদুয়ারের পাকরিগুড়ি—সবমিলিয়ে এই চারটি জায়গায় চেক পয়েন্ট রয়েছে। একইভাবে রংপো, ঋষি, করোনেশন ব্রিজ, মিরিক, সুখিয়াপোখরি ও কার্শিয়াং—এই ছয় জায়গায় দার্জিলিং ও কালিম্পং জেলায় বাংলার সঙ্গে সিকিমের সীমানা রয়েছে।
বিহারের সঙ্গে দার্জিলিং জেলায় খড়িবাড়ি ও নকশালবাড়ি এবং উত্তর দিনাজপুরের বাহিনঘাটা, বিষহর, গোঁসাইপুর, কোটার মোড়, বলরামপুর, পূর্ণিয়া মোড়, রামপুর মোড়, কানকি, মজলিসপুর, পাঁজিপাড়া, আলিগঞ্জ, শান্তিনগর, বিহার মোড়, বস্তা, গোবরাহাট এবং খুশিদা এবং ১৮টি জায়গায় সীমানা রয়েছে। ঝাড়খণ্ডের সঙ্গে ৩৮টির বেশি জায়গায় সীমানা রয়েছে বাংলার।

ওড়িশার সঙ্গেও দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সীমানা রয়েছে। এই সব ক’টি অর্থাৎ ৭৮টি চেক পয়েন্টের ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি করতে বলেছে রাজ্য। সোমবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যের কোনও ব্যক্তি বা ভিন রাজ্য থেকে রাজ্যে ঢোকা কারও শরীরে করোনা ভাইরাস মেলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here