করোনা আতঙ্কে বাতিল করোনা কনফারেন্স

0
114

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

করোনা ভাইরাসের ভয়ে বাতিল করা হল ‘করোনা ভাইরাস কনফারেন্স’।হাঁ,এমনটাই ঘটেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে ‌। করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার ভয়ে সাম্প্রতিক ‘দ্যা কাউন্সিল অন ফরেন রিলেশনস’ সংক্ষেপে সিআরএফ এর ডাকা করোনাভাইরাস সংক্রান্ত একটি কনফারেন্স(Doing Business Under Coronavirus) বাতিল করা হয়েছে বলে সংবাদ সংস্থা ইন্ডিপেন্ডেন্ট সূত্রে জানা গেছে। শুধু তাই নয় ১১ ই মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রে যতগুলো কনফারেন্সের আয়োজন করার কথা ছিল সবগুলোই বাতিল করা হয়েছে।

গ্রাফিক্স চিত্র

সেই কনফারেন্সের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “COVID-19 পরিস্থিতির অবনতির ফলে অন্যান্য অনেক সংস্থার মতোই দ্যা কাউন্সিল অন ফরেন রিলেশনস আজ থেকে শুরু করে অন্ততপক্ষে ৩রা এপ্রিল শুক্রবার পর্যন্ত এই সংক্রান্ত সমস্ত ধরনের ইভেন্ট বাতিল করল। আমাদের কাছে কাউন্সিল মেম্বার, স্টাফ এবং কমিউনিটির সকল সদস্যের স্বাস্থ্য এবং নিরাপত্তা সবচেয়ে আগে।”

সেই কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে নিউইয়র্ক রাজ্যে ১৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত। তার মধ্যে আবার মাত্র এক মাইল গণ্ডির মধ্যে আক্রান্তের সংখ্যা ১০৮।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here