নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা শুধুমাত্র একটি মারণ ভাইরাসই নয়। এই ভাইরাস রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে। করোনায় আক্রান্ত হওয়ায় বেশ কিছু রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। যার জেরে রোগীরা অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন।
এই পরিস্থিতিতে করোনা ভাইরাস কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে, আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তার কারণ অনেকটা খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। তাঁরা ইয়েল নিউ হেভেন হাসপাতালে ভর্তি ১১৩ জন রোগীর শারীরিক অবস্থার উপর সমীক্ষা চালান।
আরও পড়ুনঃ মুম্বাইয়ে বস্তি এলাকায় ৫৭% মানুষের দেহে তৈরি হয়েছে অ্যান্টিবডি
এই গবেষণার ফলে যে তথ্য উঠে এসেছে, তাতে জটিল সংক্রমণের শিকার হওয়া রোগীদের চিহ্নিত এবং তাঁদের চিকিৎসা করতে সুবিধা হবে। সেইসঙ্গে কার্যকরী ওষুধ তৈরিতেও এই গবেষণা কাজে আসবে। এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে নেচার পত্রিকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584