নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু চিনে করোনাভাইরাস মহামারীর জেরে গ্লোবাল হেলথ এমার্জেন্সি জারি করল। এখন থেকে শুরু হবে চিনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চিনে এখনই করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ তে। এর মধ্যে হুবাই প্রদেশে মৃতের সংখ্যা ২০৪ জন। গোটা দেশে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯,৬৯২ জন।
এখনও পর্যন্ত পাওয়া খবরেজানা গেছে, ১৮টি দেশে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ১০০ টি ঘটনা সামনে এসেছে, হু-এর মতে।
তবে চিন ছাড়া অন্যান্য দেশগুলিতে এই রোগে কারও প্রাণ যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এই পরিস্থিতির মধ্যেও চিনের সাথে বাণিজ্য বা ভ্রমণ সংক্রান্ত যোগাযোগে কড়াকড়ি না করলেও; ভারত-সহ, ইতালি, ফ্রান্স, ব্রিটেন তাদের বিমান চলাচল আপাতত বন্ধ রেখেছে চিনের সাথে।
জানা গেছে, ইতালিতেও বেড়াতে যাওয়া দুই চিনা নাগরিকের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। প্রধানমন্ত্রী গিসপ্পে কন্তে বলেছেন, ইতালি ও চিনের মধ্যে সবরকম বিমান যোগাযোগ বন্ধ রাখছেন তাঁরা।
আরও পড়ুনঃ মুখ্য পাইলটকে না জানিয়েই কুণাল কামরাকে ব্যান, অসন্তোষ প্রকাশ ক্যাপ্টেন রোহিত মাতেতির
আজ সন্ধে থেকে চিনের য়ুহান শহরে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো শুরু করবে দিল্লি। তবে তাদের নিয়ে আসার জন্য তৈরি দুটি বিমান এখনও চিনা কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত পায়নি।
তারই অপেক্ষা করছে দিল্লি। দিল্লি জানিয়েছে, তারা হুবাই-তে থাকা ৬০০-র বেশি ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেই তাদের দেশে ফেরানো হবে। এ বিষয়ে খুব তৎপরতার সাথে সবসময় চিনের সাথে যোগাযোগ রাখছে ভারত।
জানা গেছে, হুবাই-তে ৬ কোটির মত মানুষ এখন ঘরবন্দি। গতকাল পর্যন্ত এই প্রদেশে ৬,০০০টির মত করোনা সংক্রমণ সংক্রান্ত মামলা সামনে এসেছে। হু জানিয়েছে, যে সমস্ত দেশে এই ভাইরাস রোখার যথেষ্ট পরিকাঠামো নেই, চিন্তা তাদের নিয়েই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584