সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
লকডাউনে প্রভাবে যখন বিদেশে আটকে পড়েছে বহু ভারতীয় আর তখনই তাদের ফেরাতে প্রথম উড়ান কেরালা থেকে পাঠান হয় মধ্য এশিয়ায়। আর তাদের মধ্যে দুই ব্যক্তির দেহে পাওয়া গেল করোনা ভাইরাস।
২৪ বছরের এক তরুণের দেহে করোনা ভাইরাসের এর সন্ধান পাওয়া যায় । পাশাপাশি দুবাই থেকে আসা ৩৯ বছরের এক ব্যক্তির দেহেও করোনা ভাইরাস পাওয়া যায়।
উড়ানেই ছিলেন মোট ১৮১ জন তাদের সবার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে সূত্রের খবর। তবে একটা বিষয় স্পষ্ট যে ওই দুই আক্রান্ত ব্যক্তি আগের থেকেই ভাইরাস দ্বারা আক্রান্ত ছিলেন।
আরও পড়ুনঃ মিথ্যা খবরে হতাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
তবে যারা রাজ্যে ফিরছেন তাদের দিকে বিশেষ নজর দাড়ি চালাচ্ছে প্রশাসন। তাঁদের জন্য নতুন করে কেউ যাতে আক্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখা হচ্ছে।
ইতিমধ্যে প্রায় ৪ লক্ষ ১৩ হাজার আবেদন নথিভুক্ত করেছে কেরালা সরকার যারা বিদেশ থেকে দেশে ফিরতে চায়। কেরালার মুখ্যমন্ত্রী বলেন যে আটকে পড়া ভারতীয়দের স্বাস্থ্য পরীক্ষা করেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584