নাদিহা বেগম, আরামবাগঃ
১০০ দিনের কাজে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । কোন মাস্টার রোল ছাড়াই এলাকায় ১০০ দিনের কাজ করানো হচ্ছে,আবার যাদের কার্ড আছে সেই সমস্ত গরিব মানুষকেও কাজ দেওয়া হচ্ছে না, এছাড়াও যারা বাইরে থাকে তাদের নামে বেনামে কাজ করিয়ে অর্থ নয় ছয় করা হচ্ছে এই প্রকল্পে। আর এ সবই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধানের মদতেই হচ্ছে। এই দুর্নীতির প্রতিবাদে এবং প্রকৃত জব কার্ডধারীদের কাজ দেওয়ার দাবিতে ও মাস্টার রোল করে সেই মাস্টার রোল বিডিওকে দেওয়ার দাবিতে এলাকার অগণিত মানুষ প্রধানকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান।
প্রায় দু ঘন্টা বিক্ষোভ চলায় পঞ্চায়েতের সমস্ত কাজই অচল হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে আসে পুলিশ। শেষ মেষ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের আশ্বাসে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের ঘেরাও ও বিক্ষোভ তুলে নেন।ঘটনা পুরশুড়ার শ্রীরাম পুর গ্রামপঞ্চায়েতের।এদিন বেলা প্রায় এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত তারা বিক্ষোভ দেখান।
প্রধানকে ঘিরে রাখেন ক্ষুব্ধ গ্রাম বাসীরা। পঞ্চায়েতের কর্মীদেরও ঘিরে রাখেন তারা। প্রবল হৈ হট্ট গোল শুরু হয়ে যায়। তাদের দাবি অবিলম্বে দুর্নীতি মুক্ত করতে হবে সেই পঞ্চায়েত। প্রধানের পোষ্য সুপারভাইজরদের বদলে অন্যদের সুপার ভাইজার পদে বসিয়ে ১০০দিনের কাজ করাতে হবে। তা নাহলে পরবর্তী পর্যায়ে ফের আরও বড় ধরণের বিক্ষোভ করা হবে বলে জানালেন এলাকার অগণিত মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584