ওয়েব ডেস্ক, কেরলঃ
কেরল সরকারের বিরুদ্ধে লাইফ মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগ দাবি।
বিরোধী দলনেতা রমেশ চেননিথালা বলেন, সরকারি আবাসন প্রকল্প লাইফ মিশনে বিপুল আর্থিক দুর্নীতি রয়েছে সরকারের। রমেশ চেননিথালা কোভিড ১৯ পর্যায়ে সরকারের দুর্নীতি প্রসঙ্গে। তিনি বলেন বিগত চার বছরের মধ্যে কোভিড১৯ নিয়ে চরম দুর্নীতিতে জড়িয়েছে সরকার।
কংগ্রেসের দাবি ৪. ২৫ কোটি টাকা শুধুমাত্র কমিশন বাবদ নয়ছয় হয়েছে। শ্রী রমেশ চেননিথালা সরব হয়েছেন সরকারি নির্দেশে পুলিশ যেভাবে কোভিড রুগীদের মোবাইল ফোনের কল রেকর্ডস রেখেছে সেই প্রসঙ্গেও।
আরও পড়ুনঃ আত্মনির্ভর দক্ষ কর্মচারী কর্মদাতা ম্যাপিং পোর্টালে আবেদনকারীর তুলনায় নিয়োগ তলানিতে
তিনি এই বিষয়ে একটি জনস্বার্থ মামলাও দায়ের করেছিলেন, কেরল হাইকোর্ট তার রায়ে জানিয়েছে সরকারকে কল রেকর্ডস সংক্রান্ত নোটিস পরিবর্তন করাতে হবে এবং কল রেকর্ডস যে মানুষের সুরক্ষা এবং গোপনীয়তা নষ্ট করবে না তা সুনিশ্চিত করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584