নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘরের লিষ্টে কারচুপি। ডোমকল ব্লকের ৫ নং সারাংপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোমিন সেখের মদতে পঞ্চায়েতের ক্যাজুয়াল স্টাফ রেজাউল করিমের নেতৃত্বে একই পরিবারের চার পাঁচজনের নামে ঘরের লিস্টে নাম বের করে।
লিষ্ট প্রকাশ হতেই বিডিও অফিসে জমায়েত করে স্থানীয়রা। এদিন ডোমকল বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান স্থানীয় বাসিন্দার। তাদের দাবি স্বচ্ছ ঘরের লিস্ট প্রকাশ করতে হবে।
এদিন গ্রামের এক মহিলা জানান যে, আমার কাছ থেকে ৯ হাজার টাকা নিয়েছে পঞ্চায়েত সদস্য। তারপরেও আমার নামে ঘর আসেনি, তাহলে কেনো টাকা নিল।
আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্প প্রতীকী অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলা পরিষদে
অন্যদিকে দলের পতাকা নিয়ে বিক্ষোভ করে জানান যে, দলের কোনো সদস্য ভুল কাজ করলে তাকে সংশোধন করতে হবে। সে দলের একজন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না সেটা হবে না বলেও জানানো হয় এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584