নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
তৃতীয় দফার লকডাউন শেষ করে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। এই লকডাউনের মধ্যেই রাজ্যের বাইরে থাকা শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরছেন। রায়গঞ্জ শহর এবং শহরের পাশের গ্রাম অঞ্চলগুলোতে ফিরছেন বহু পরিযায়ী শ্রমিক।
পরিযায়ী শ্রমিকদের নিয়ে আতঙ্ক যাতে রায়গঞ্জ শহর সহ গ্রামাঞ্চলে না ছড়িয়ে পরে তার জন্য রায়গঞ্জ পুরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসীম অধিকারীর ব্যক্তিগত উদ্যোগে রায়গঞ্জ পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া প্রাইমারী স্কুলে তৈরি হল কোয়ারান্টাইন সেন্টার। যেখানে ৪২ জন শ্রমিকের থাকা এবং পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ ৪৭ জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনল দক্ষিণ দিনাজপুর কংগ্রেস
এবিষয়ে অসীম অধিকারী জানান, “প্রথম এবং দ্বিতীয় লকডাউনে করোনা মুক্ত ছিলো রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলা। তবে পরিযায়ী শ্রমিকরা ঘোরা ফেরা শুরু করায় জেলাজুড়ে করোনার প্রভাব শুরু হয়েছে। এই অবস্থায় মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্য আমরা কোয়ারান্টাইন বানানোর উদ্যোগ নিয়েছি। এখানে ৪২ জন শ্রমিকের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
স্থানীয় এক যুবককে কোয়ারান্টাইন দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। ভিনরাজ্য থেকে এসে ১৪ দিন শ্রমিকরা কোয়ারান্টাইনে কাটাবেন বলে তিনি বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584