নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
মহারাষ্ট্র ফেরত তীর্থযাত্রীদের কারনেই পাঞ্জাবে করোনা সংক্রমনের হার বাড়ছে বলে পাঞ্জাব প্রশাসন সূত্রে খবর । উল্লেখ্য মহারাষ্ট্রের নান্ডেড় থেকে পাঞ্জাবে ফেরা মোট ২,২০০ জন তীর্থযাত্রীর মধ্যে ৭৯৫ জনই করোনা পজিটিভ ।
ইতিমধ্যেই পাঞ্জাবের ৫ টি জেলাকে সিল করে দেওয়া হয়েছে। অমৃতসর ও লুধিয়ানায় করোনা সংক্রমনের হার সবথেকে বেশি । তাই অমৃতসরের ১৭৯ ও লুধিয়ানার ১৭৪ জন তীর্থযাত্রীকে নিজ জেলাতেই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
219 new cases of #COVID19 have been reported in Punjab today, taking total number of cases to 1451 out of which 1293 cases are active. 25 patients have lost their lives due to the infection. Two patients are on ventilator support: Punjab Health Department pic.twitter.com/bhWnbPP6XI
— ANI (@ANI) May 5, 2020
পাঞ্জাবে করোনা মোকাবিলার ক্ষেত্রে পাঞ্জাব সরকার যথেষ্ট তৎপর বলে তাদের দাবি । সূত্রের খবর রাজ্যের দুই তৃতীয়াংশ করোনা আক্রান্ত মহারাষ্ট্র ফেরত তীর্থযাত্রীরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584