মোহনা বিশ্বাস, কলকাতাঃ
বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ সন্ধ্যায় ৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত থাকবেন রাশিয়ার মন্ত্রীবর্গীয় ব্যাক্তি ভ্লাদিমির গ্রিগোরিয়েভ, ভারত-রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলায় রিশাটোভিক, কলকাতায় রাশিয়ার কনসাল জেনারেল অ্যালেক্সি ইদামকিন, সাহিত্যিক ইউগেন ভোদোলাজকিন, ভাদিম পোলোন্সকি এবং ইউগেন রেজনিচেঙ্কো। সেই সাথে বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীবর্গ।
২৭ জানুয়ারী, সোমবার সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক বৈঠকে ‘পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স’ -এর সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানান, এ বছরের মেলা প্রাঙ্গণে নতুন সংযোজন, বইমেলার অফিসিয়াল ম্যাসকট— ‘টিটো’।
এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৫ নং গেট তৈরি হয়েছে রাশিয়ার বলশয় থিয়েটারের আদলে এবং গেট নং ৪, সংস্কৃত কলেজের আদলে। গেট নং ১ নির্মাণ করা হয়েছে সম্প্রীতির থিমে। এছাড়াও ইন্ডিয়া গেটের আদলে গেট নং ৩ এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদলে গেট নং ৯ নির্মিত হয়েছে।
মেলা প্রাঙ্গণের রাস্তাগুলির নামকরণ করা হয়েছে ভারত এবং রাশিয়ার সাহিত্যিকদের নাম অনুসারে।
এবার ‘থিম কান্ট্রি’ হিসাবে রাশিয়ার অংশগ্রহণ উপলক্ষে প্রকাশিত হতে চলেছে রাশিয়ান ভাষা থেকে বাংলায় অনুবাদিত চারটি বই — ‘বিজ্ঞাপনে মেলে না’, ‘ফ্রসিয়া করোভিনা’, ‘এক থেকে দশ প্রেম’ এবং ‘রঙবেরঙের তুষার’।
৩০ জানুয়ারি উদযাপন করা হবে ‘থিম কান্ট্রি’ তথা রাশিয়া দিবস। একই দিনে অশোক সরকার স্মারক বক্তৃতা প্রদান করবেন ভাদিম পোলন্সকি। ২ ফেব্রুয়ারি, শিশু দিবস এবং ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস উদযাপিত হবে মেলা প্রাঙ্গণে।
পাশাপাশি বাংলাদেশ দিবসে পুরস্কার প্রদান অনুষ্ঠানেরও আয়োজন হবে কলকাতা বইমেলায়। এছাড়াও ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বইমেলা প্রাঙ্গণে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। সোমবার সাংবাদিকদের সম্মুখীন হয়ে এই তথ্য জানান, কলকাতা সাহিত্য উৎসবের পরিচালক সুজাতা সেন।
এ বছর কলকাতা বইমেলায় রাশিয়া ছাড়াও ইউরোপ, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট লেখকমন্ডলী আমন্ত্রিত হয়েছেন। গত বছর বইমেলার উদ্বোধক ইউদা মোরালেসও উপস্থিত থাকবেন এ বছর।
এছাড়াও এবারের বইমেলায় স্পেন থেকে ইমিলি পুইগ, আর্জেন্তিনা থেকে গ্ল্যাডিস অ্যাসিভেদা, মার্সেলিনা হ্যারো, এস্থার সাইমন, ও অন্যান্য সাহিত্যিকদের আগমণ হবে।
মেলা প্রাঙ্গণের নিরাপত্তা রক্ষার স্বার্থে থাকছে সিসিটিভি, ম্যান কাউন্টিং মেশিন, ফায়ার টেন্ডার এবং অন্যান্য অগ্নিনির্বাপক ব্যবস্থা। সবমিলিয়ে জমজমাট হতে চলেছে ৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584