নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বিজেপি সাংসদ বীরেন্দ্র সিং মাস্ত রবিবার উত্তরপ্রদেশের বালিয়ায় হওয়া একটি জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যে দেশের জনসাধারণ জ্যাকেট এবং প্যান্ট কেনার সামর্থ্য রাখে, সেদেশে আর্থিক মন্দার কোনও জায়গা নেই।
তিনি আরও বলেন, আর্থিক মন্দা থাকলে আমরা জ্যাকেট এবং প্যান্ট পরার বদলে ধুতি আর কুর্তা পড়তাম। এমনকী আর্থিক মন্দা থাকলে আমরা প্যান্ট বা পাজামা ছাড়া কিছু কিনতেও পারতাম না।
এদিন তিনি আরও বলেন, ভারতবর্ষ শুধু মেট্রোসিটি হিসাবেই পরিচিত নয়। কলকাতা, মুম্বই, দিল্লিতে মেট্রো থাকার পাশাপাশি এদেশে আছে ৬.৫ লক্ষ গ্রাম। ব্যাঙ্কিং রিপোর্ট জানাচ্ছে, ব্যাঙ্কে সব থেকে বেশি টাকা জমা করে এই গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ চারদিন কেটে গেলেও যৌন হেনস্থার বিরুদ্ধে নেওয়া হয়নি পদক্ষেপ, আন্দোলনে সামিল পড়ুয়ারা
বীরেন্দ্র সিং জানান, মহাত্মা গান্ধি, কে বি হেগ্রেওয়ার, শ্যামাপ্রসাদ মুখার্জি, জয়প্রকাশ নারায়ণ এই মনীষীরা ভারতে স্বাধীনতা আনতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন। ভারতের গ্রামবাসীদের স্বাধীনতা আনার ক্ষেত্রে অবদান স্বীকার করে এদিন বীরেন্দ্র বলেন, যদি গ্রামবাসীরা নিজেদের জীবন উৎসর্গ না করতেন, তাহলে মুঘল বা ব্রিটিশ কারও থেকেই আমরা স্বাধীনতা পেতাম না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584