বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
মাতৃভাষা বাঁচাবার তাগিদে সাইকেল চেপে দেশ ভ্রমণে মহারাষ্ট্রের ডংরিগলির বাসিন্দা গান্ধার কুলকার্নি। উদ্দেশ্য একটাই মাতৃভাষাকে রক্ষা করতে হবে।২০১৮ সালের ১ জুলাই বেড়িয়েছেন বাড়ি থেকে।মোট ২০ থেকে ২২ হাজার কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করে ১৫ আগস্টের মধ্যে বাড়ি ফিরবেন।যদিও এখনও পর্যন্ত ১৪ হাজার ৩০০ কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করেছে সে।
তার মূল বক্তব্য আগে নিজের মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া উচিত।কিন্তু আমাদের ভারতীয় ভাষাগুলো পূর্ণতা লাভ করতে পারছে না।বিভিন্ন মাতৃভাষাকে বাঁচাবার তাগিদে নিজের মাতৃভাষাকে প্রাধান্য দেবার তাগিদে বাড়ি থেকে বেরিয়ে এসেছি।আট মাস হল আমি বাড়ি থেকে বেরিয়েছি।
আরও পড়ুনঃ নকশি কাঁথার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
আমি এখনও অবধি বিভিন্ন স্কুল কলেজে সেখানকার পড়ুয়াদের থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেছি।তাদেরকে উদ্বুদ্ধ করছি নিজেদের মাতৃভাষা সম্পর্কে।এরপর তিনি শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584