মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
বিয়ের পরই কোয়ারেন্টাইনে যেতে হবে তা ভাবতেই পারেননি মধ্যপ্রদেশের নবদম্পতি। বিয়ের পর সম্ভবত এক ঘন্টা কেটেছে। এরই মধ্যে হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টারে যেতে হল তরুণ নবদম্পতিকে। পাত্রীর জামাইবাবুর (সিআইএসএফ কর্মী) শরীরে করোনা সংক্রমণ ধরা পরে।
লালারস পরীক্ষা করার পর করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর। আর ঠিক সেই কারণে বিয়ের আসর থেকেই নবদম্পতি এবং ১০০-র বেশি পরিবিরারের সদস্য ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ছিন্দওয়ারা জেলা হাসপাতাল ছাড়াও আরও দুটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
আরও পড়ুনঃ [দিল্লি দাঙ্গা] তদন্ত একপেশে ও নির্দিষ্ট একদিকে পরিচালিত বলে মন্তব্য কোর্টের
ছিন্দওয়ারার জেলাশাসক সৌরভ সুমন জানান, তিন-চার দিন আগেই করোনার উপসর্গ দেখা দেওয়ায় ওঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য ছিন্দওয়ারা জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপরই ওঁর রিপোর্ট পজিটিভ আসে।
সূত্রের খবর, গত সপ্তাহেই ওই সিআইএসএফ কর্মী বাড়িতে ফিরেছেন। ছিন্দওয়ার-হোসাঙ্গাব সীমান্তে থার্মাল স্ক্রিনিং হয় তাঁর। এরপর তিনি জুনার্দেও এলাকায় নিজের বাড়িতে চলে যান। বাড়ি ফিরে পারাসিয়া এলাকায় গিয়ে আত্মীয়দের সঙ্গে দেখাও করেন তিনি। ২৬ মে স্ত্রীর বোনের বিয়ে উপলক্ষে ছিন্দওয়ারা শহরে শ্বশুড়বাড়িতে যান তিনি। এরপরই তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584