পিয়ালী দাস, বীরভূমঃ
বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বীরভূমের লাভপুর থানার মিরীটি গ্রামের ব্রাহ্মণপাড়ায় । এখানেই নিজের বাড়িতে থাকতেন অবসরপ্রাপ্ত পূর্ণেন্দু চট্টোপাধ্যায় এবং স্ত্রী স্বপ্না চট্টোপাধ্যায় । অন্যদিনের মত শুক্রবার সকালে বাড়িতে কাজ করতে আসে পরিচারিকা ঠুলি বাগদী।
দীর্ঘক্ষণ বাড়ির দরজা না খোলায় প্রতিবেশীদের ডেকে আনে পরিচারিকা। প্রতিবেশীদের ডাকে বৃদ্ধ দম্পতি সাড়া না দেওয়াতে লাভপুর থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা। লাভপুর থানার পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ দম্পতির মৃতদেহ পড়ে আছে। পাশে রক্তমাখা হাতুড়ি এবং বাটখারা রাখা আছে। ছাদের দরজা খোলা। পুলিশের প্রাথমিক অনুমান, আততায়ী ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে।
আরও পড়ুনঃ পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ চককাশিতে
এরপর সুযোগ বুঝে অতর্কিতে বৃদ্ধ দম্পতির ওপর হাতুড়ি এবং বাটখারা দিয়ে হামলা চালায়। যেহেতু বাড়ির সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই আততায়ী খুনের ঘটনা ঘটিয়ে ছাদ দিয়েই পালিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। লাভপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে , মৃতদেহ উদ্ধার করা হয় নি কারণ পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি অভিযান চালাবে অপরাধীর খোঁজে।
আরও পড়ুনঃ বিক্ষোভের জেরে খুলে দেওয়া হল শেরপুর জীবন্তি সড়ক
স্থানীয় বাসিন্দাদের দাবি বৃদ্ধ দম্পতির সাথে প্রতিবেশীদের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। তবে কি কারণে এত নৃশংস ভাবে খুন হতে হলো সে বিষয়ে হতবাক এলাকাবাসী। দম্পতির একমাত্র ছেলে কর্মসূত্রে আসানসোলে থাকে।
বাবা মায়ের মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ঘটনা তদন্ত সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় যান বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং । তিনি জানিয়েছেন খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584