বিরল অস্ত্রোপচারে দম্পতি ফিরে পেল স্বাভাবিক যৌন জীবন

0
104

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Couple got back their life by rare surgery
নিজস্ব চিত্র

স্বামী-স্ত্রীর শারীরিক মিলনে বাধা।জন্মগত ত্রুটির কারনে সৃষ্টি হওয়া এই বাধা ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে দম্পতি ফিরে পেল স্বাভাবিক যৌন জীবন।

Couple got back their life by rare surgery
সপরিবারে।নিজস্ব চিত্র

ল্যাপরোস্কপিক ভ্যাজিনোপ্লাস্টি ড্যাভিডোভ পদ্ধতিতে রাজ্যে দ্বিতীয়বার এই ধরনের অস্ত্রপচারে সফল চিকিৎসকরা।কলকাতার মেডিকেল কলেজের পর এবার নব নির্মিত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এই বিরল কৃতিত্বের শিরোপা পেল।

দু বছরের প্রেমের সম্পর্কের পর মগরাহাট থানা এলাকার বাসিন্দা প্রেমিকাকে বিয়ে করে জয়নগরের প্রেমিক যুবক।

Couple got back their life by rare surgery
গৃহবধূ।নিজস্ব চিত্র
Couple got back their life by rare surgery
গৃহবধূর স্বামী।নিজস্ব চিত্র

বিয়ের পরে শারীরিক মিলনে সমস্যায় পড়েন নব দম্পত্তি। স্ত্রীর শারিরীক প্রতিবন্ধকতা বাঁধা হয়ে দাঁড়ায় তাদের স্বাভাবিক যৌন জীবনে।

চিকিৎসার জন্য তারা বিভিন্ন হাসাপাতালে ছোটাছুটি করে।তেমনভাবে আশার আলো দেখাতে পারেনি কোন প্রতিষ্ঠানই।অবশেষে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা এই বিরল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

চব্বিশ বছর বয়সী এই গৃহবধূর একবারও ঋতুমতী হয়নি।স্ত্রী যৌনাঙ্গের প্রতিবন্ধকতার কারনেই শারীরিক মিলনও সম্ভব হয়নি।স্বাভাবিক যৌন জীবনে ফিরতে নব দম্পতির শুরু হয় লড়াই।বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ছুটে যান তারা।

Couple got back their life by rare surgery
সফল অস্ত্রোপচারের কারিগর দুই চিকিৎসক।নিজস্ব চিত্র

অবশেষে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে এসে সমস্যা সমাধানের জন্য চিকিৎসার আশ্বাস পান।এরপরেই গত ৮ এপ্রিল চিকিৎসকদের পরামর্শ মত হাসপাতালে ভর্তি হন গৃহবধূ।১০ এপ্রিল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সমাদৃতা চক্রবর্তী,ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ মানস সাহা ও ডাঃ নিতা রায়ের যৌথ প্রচেষ্টায়
ল্যাপরোস্কপিক ভ্যাজিনোপ্লাস্টি ড্যাভিডোভ পদ্ধতিতে সফল অস্ত্রপচার হয়।

অস্ত্রপচারের পর বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছে ওই গৃহবধূ।এমনকি নিজেদের বর্তমানে শারীরিক মিলনেও স্বাচ্ছন্দ তারা বলে জানিয়েছেন।

তবে চিকিৎসকেরা জানান, এই অস্ত্রপচারের ফলে যেমন শারীরিক মিলনে কোন বাঁধা থাকবেনা।কিন্তু নিজের গর্ভে সন্তান ধারন করতে পারবেনা ওই গৃহবধূ।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচারে জীবন ফিরে পেল বালিকা

সন্তান ধারণ করতে না পারলেও স্বাভাবিক যৌন জীবন ফিরে পাওয়াতেই খুশি এই দম্পতি।ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের এই সফল প্রচেষ্টা রক্ষা করল এই দম্পতির পরিবারকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here