শ্যামল রায়,নদীয়াঃ
শান্তিপুরে এক দম্পতির দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে বিশ্বজিৎ বিশ্বাস ও মিতালী বিশ্বাস। রবিবার মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে যে নবদ্বীপ থানার ভালুকা বটতলার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের সাথে বিয়ে হয় শান্তিপুর ২নম্বর ওয়ার্ডের বাগান পাড়ার বাসিন্দা মিতালীর সাথে। মিতালী অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গিয়েছে।
জামাইষষ্ঠীতে বেড়াতে এসেছিল বিশ্বজিৎ। শনিবার ওই দম্পতির মৃতদেহ মিলল শ্বশুরবাড়িতে। কেন শ্বশুর বাড়িতে দু’জনে আত্মঘাতী হল এর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকা সূত্রে খবর যে শ্বশুর ছিলেন ভ্যানচালক অভাবী সংসার অন্যদিকে জামাই বিশ্বজিৎ অলস প্রকৃতির সে কাজকর্ম করতে চাইত না তাই শ্বশুর বাড়িতে এসে কখনোই বাড়ি যাওয়ার কথা বলত না। শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয় এমনকি সংসারের অনটন নিয়ে বাকবিতণ্ডা হয় বলে জানা গিয়েছে।
শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে না থাকা কালীন দু’জনে আত্মঘাতী হয় বলে জানা যায়।
মিতালী বিশ্বাসের দেহ নিচে পড়েছিল আর বিশ্বজিৎ বিশ্বাস ঝুলন্ত দেহ মিলেছে বলে জানা যায়। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584