মহাশূন্যে বিয়ের অনুষ্ঠান, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মেলবন্ধন হল এভাবেই

0
51

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

আক্ষরিক অর্থেই মেঘের ভেলায় বিয়ে হল অস্ট্রেলিয়ান ডেভিড ভ্যালিয়েন্ট এবং নিউজিল্যান্ডের ক্যাথি ভ্যালিয়েন্টের।

the wedding program on the air | newsfront.co
বিয়ের পবিত্র মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। চিত্র সৌজন্যঃ ফেসবুক

সিডনি থেকে অকল্যান্ডে বাণিজ্যিক জেস্টার ফ্লাইটে আনুষ্ঠানিকভাবে তাঁরা একে অপরের সাথে ‘আই ডু’ উচ্চারণের মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। বৈবাহিক অনুষ্ঠানটি সম্পন্ন হয় বিমানটি তাদের দুই দেশের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করাকালীন।

একটি বিদেশী গণমাধ্যম থেকে জানা গেছে, ২০১১ সালে ‘এয়ারপোর্ট সিটি’ নামক একটি খেলার সময় ক্যাথি এবং ডেভিডের অনলাইন ডেটিং হয় এবং ২০১৩ সালে সিডনি বিমানবন্দরে তাঁদের প্রথম দেখা করেন। ক্যাথি জানিয়েছেন, বিমানের প্রতি ভালোবাসাই তাঁদের কাছাকাছি নিয়ে এসেছে।

the wedding program on the air | newsfront.co
চিত্র সৌজন্যঃ ফেসবুক

একবছর ধরে অনলাইনে আলাপ এবং কথা বলার পর অবশেষে ক্যাথি, ডেভিডের জন্মদিনে তাকে সামনাসামনি অভিনন্দন জানানোর সুযোগ পান এবং সেই থেকে তাঁদের সম্পর্কের পরিণতি আজকে বৈবাহিক পরিচিতি পেল।

এই দম্পতি চেয়েছিলেন তাঁদের জীবনের এই বিশেষ দিনটি একই সাথে তাঁদের বিমানযাত্রা এবং অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডের প্রতি তাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকুক। ক্যাথি বলেছেন যে এই ভাবনা থেকেই তিনি জেস্টার বিবাহের ধারণা নিয়ে তাঁদের ফেসবুক পেজে এই বিষয়ে সেই সংস্থার মতামত এবং অনুমতি চেয়ে যোগাযোগ করেন।

আরও পড়ুনঃ রাশিয়ান ক্ষেপনাস্ত্র কেনার ব্যাপারে ভারতকে অনুমোদন দেবে না আমেরিকা

ভাগ্যক্রমে, বিমান সংস্থাটি এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং জেস্টার সংস্থার রবিন হল্ট তাসমান সাগরের ৩৪ হাজার ফুট উপরে এই দম্পতির বিবাহের আয়োজন করেন। বৃহস্পতিবার জেস্টার অস্ট্রেলিয়া এই অভূতপূর্ব অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ারও করে তাদের পেজে।

বিমান সংস্থাটি জানায়, “নিউজিল্যান্ডের ক্যাথি এবং অস্ট্রেলিয়ার ডেভিড যখন জানিয়েছিলেন যে তাঁরা তাঁদের দুই দেশের মাঝে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চান, তখনই আমরা ভেবে নিয়েছিলাম যে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সাহায্য করতে হবে। আমাদের বিশ্বাস—এটি বিশ্বের প্রথম বিয়ে যেখানে কোনও দম্পতি তাসমানের ৩৪,০০০ ফুট উপরে জেস্টারের বিমানে বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হন।”

ফেসবুক ভিডিওটির কমেন্টে বহু মানুষ ভালোবাসা এবং শুভেচ্ছা প্রকাশ করেছেন। ক্যাথি এবং ডেভিড জানায় যে এই অসাধারণ অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত তাঁরা সারা জীবন মনে রাখবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here