প্রাথমিকের টেট পরীক্ষায় বসতে চেয়ে আদালতমুখী পরীক্ষার্থীরা

0
5455

নিউজফ্রন্ট নিউজডেস্ক

সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষক  নিয়ে জটজাল আবার ঘনীভূত। এমনিতেই পূর্বতন নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেসের জালে জর্জরিত তার উপর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে না হতেই বিচারের ভ্রূকুটি।

আন্দোলনরত ছাত্র ছাত্রী

ঘটনার প্রকাশ এই যে গত 9 অক্টোবর প্রাথমিকে  নিয়োগের যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই মোতাবেক ডি এল এড প্রশিক্ষণপ্রাপ্ত এবং উচ্চমাধ্যমিক বা সেই সমতুল্য পরীক্ষায় শতকরা পঞ্চাশ শতাংশ নম্বর প্রাপক প্রার্থীরাই যোগ্য বলে বিবেচিত।এতদূর পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু গোল বাঁধল 2015 -17 শিক্ষাবর্ষের ডি এল এড প্রশিক্ষণ প্রাপক ছাত্র ছাত্রীদের নিয়ে। তারা এই পরীক্ষায় বসার অধিকার চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন প্রায় বত্রিশজন পড়ুয়া। এই অধিকার দাবীর স্বপক্ষে পড়ুয়াদের বক্তব্য এই যে, তাঁদের কোর্সের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল চলিত বছরের জুলাই মাসে কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষ পরীক্ষা নেয় নি শুধু তাই নয়, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলও তাঁরা হাতে পান নি। এমতাবস্থায় সরকার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করায় তাঁরা পড়েছেন সমস্যায়।

নিয়োগের বিজ্ঞপ্তি,ওয়েব সাইট থেকে সংগৃহীত

সরকারী গাফিলতির কারনেই 2015-17 শিক্ষাবর্ষের ডি এল এড প্রশিক্ষণ প্রাপক ছাত্র ছাত্রীদের এই নিয়োগ পরীক্ষায় বসা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে তাই তাঁরা সরকারের নিকট আবেদন করেছিলেন পরীক্ষায় বসার অনুমতি চেয়ে,এমনকি জেলায় জেলায় মিছিল ও বিভিন্ন আন্দোলনের কর্মসূচীও গ্রহন করেছিলেন,তবুও অনুমতি না মেলায় আদলতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।

অধিকারের দাবীতে রাস্তায়

তাদের সেই অনুমতি মিলবে কি না তা জানা যাবে আগামী 25 অক্টোবর বুধবার। আজ মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্ত বিচারপতি অরিজিৎবন্দ্যোপাধ্যায়ের এর এজলাসে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান সেই অনুযায়ী আগামী বুধবার মামলাটির শুনানি হবে বলে নিউজফ্রন্ট প্রতিবেদককে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here