আদালতের রায়ে আস্থা ভোটের নির্দেশ বনগাঁ পুরসভায়

0
219

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

Bongaon municipality | newsfront.co
ফাইল চিত্র

সোমবার হাইকোর্টের রায়দান।নতুন করে জল্পনা বাড়াল বনগাঁ পুরসভায়। তৎসহ বনগাঁর রাজনৈতিক মহলে বাড়ল রাজনৈতিক উত্তাপ। অবশেষে বনগাঁ পুরসভা নিয়ে রায়দান করল হাইকোর্ট। সোমবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় দান করেছেন।

অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হবে জেলাশাসকের দপ্তরে এবং আগামী কয়েকদিন পুরসভার দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করবে মহকুমা শাসকের তত্ত্বাবধানে পুরসভার এক্সিকিউটিভ অফিসারা। হাইকোর্টের এই রায়ের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

বাড়ছে বিজেপি-তৃণমূল রাজনৈতিক তরজা। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি এই বিষয়ে বিজেপি পক্ষ থেলে সুমানজনা মুন্সি বলেন, আস্থা ভোটের দিন তৃণমূল গণতন্ত্র লঙ্ঘন করেছিল; আজ গণতন্ত্রের জয় হল। বিপেন্দু বিকাশ বৈরাগি বলেন এই জয় আমাদের নৈতিক জয়। গনন্ত্রের উপর বনগাঁবাসীর আস্থা ফিরল। তবে নতুন করে অনাস্থার বিষয়ে তেমন কিছু বলেনি বিজেপির পক্ষ থেকে।

আরও পড়ুনঃ অবশেষে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান হলেন অমলেন্দু সরকার

Sankar Adhya | newsfront.co
শংকর আঢ্য, বর্তমান পুরপিতা।নিজস্ব চিত্র

রায়ের বিষয়ে পুরপিতা শংকর আঢ্য বলেন, “এখন আমরা রায়ের কপি হাতে পাইনি, হাইকোর্টের রায় পাওয়ার পরেই যা বলার বলব। তবে আমরা কোন কিছুতেই বিচলিত নই।মহামান্য আদালত যা নির্দেশ দেবেন তা মথা পেতে নেব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here