নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা মহামারীর দাপটে জেরবার গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। অত্যন্ত দ্রুত হারে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা আর মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও করোনা ভাইরাস নিরাময়ের কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।

কোভিড-১৯ ভাইরাসকে পরাস্ত করতে করোনা ভ্যাকসিন পাওয়ার আশাতেই এখন দিন গুনছে দেশ। সেই প্রেক্ষাপটে ভারতের স্বাধীনতার দিন অর্থাৎ ১৫ অগাস্ট থেকেই করোনা মোকাবিলায় ভারতের প্রথম টিকা ‘কোভ্যাক্সিন’ পাওয়া যাবে। আগেই মিলেছে আইসিএমআর-এর অনুমোদন। এবার ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের এই করোনা ভ্যাকসিন স্বাধীনতা দিবসে আসতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
India's first #COVID19 vaccine candidate, COVAXIN™, gets approval for human trials; it has been jointly developed by @ICMRDELHI , National Institute of Virology (NIV) and Bharat Biotech pic.twitter.com/cd1af5hbus
— DD India (@DDIndialive) June 30, 2020
অন্যদিকে, আইসএমআর-এর দেওয়া এই তথ্যকে “সম্পূর্ণ অবাস্তব এবং অসম্ভব” বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্য যে হাসপাতালগুলি নির্বাচন করা হয়েছে তাদের উদ্দেশ্যে একটি চিঠিতে আইসিএমআর-এর ডিরেক্টর বলরাম ভার্গব বলেছেন যে “জনস্বাস্থ্য এবং জরুরি অবস্থা বিবেচনা করে এই টিকা চালু করা দ্রুত প্রয়োজন।”

আরও পড়ুনঃ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা
সাধারণ মানুষের জন্য ১৫ আগস্ট এই ভ্যাকসিন আনতে চাইছে আইসিএমআর। সূত্রের খবর, প্রায় এক ডজন স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। কেন্দ্রের শীর্ষ স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিএমআর এ কথা জানিয়েছে। প্রতিষ্ঠানগুলিকে মানবদেহে এই প্রতিষেধকের পরীক্ষা করতে বলা হয়েছে। ৭ জুলাই থেকে মানবদেহে এই প্রতিষেধকের পরীক্ষা শুরু হবে।
আরও পড়ুনঃ ভারতের প্রথম করোনা টিকা ‘কোভ্যাক্সিন’ অনুমতি পেল হিউম্যান ট্রায়ালের
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৯০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪ জন। এদের মধ্যে ৩ লক্ষ ৭৯ হাজার ৮৯২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ২৭ হাজার ৪৩৯ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584