ট্রায়ালের নয় দিনের মাথায় মৃত্যু স্বেচ্ছা সেবকের! কোভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন

0
142

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে চালু হতে চলেছে গণ টিকাকরণ। কিন্তু তার আগেই ভারত বায়োটেকের বড় ধাক্কা। চাঞ্চল্য ছড়াল ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের স্বেচ্ছাসেবীর মৃত্যুর খবরে। শনিবার সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই স্বেচ্ছাসেবকের। হায়দরাবাদের এই সংস্থা, এই মৃত্যুর ঘটনাকে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া বলে মানতে নারাজ। তারা জানিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করছে।

covid vaccine | newsfront.co
ফাইল চিত্র

মৃতের ময়নাতদন্ত হয় ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজে। সেই রিপোর্ট উল্লেখ করে ভারত বায়োটেক জানিয়েছে, ২১ ডিসেম্বর এক স্বেচ্ছাসেবকের মৃত্যুর খবর পাওয়া যায় পিপলস মেডিক্যাল কলেজের তরফ থেকে। ওই স্বেচ্ছাসেবকের ছেলে হাসপাতালকে মৃত্যুর খবর জানায়। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে তিনি এসেছিলেন। টিকা দেওয়ার পরের সবরকম সুরক্ষা, বিধিনিষেধ তাঁকে জানানো হয়েছিল। শারীরিক পরীক্ষায় সেইসময় তিনি সুস্থই ছিলেন।

প্রথম ডোজ দেওয়ার সাতদিন পর বিধি অনুযায়ী ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ খবরও নেওয়া হয়। তখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি তাঁর শরীরে। কিন্তু ৯ দিনের মাথায় মৃত্যু হয় তাঁর। এর সঙ্গে টিকা প্রয়োগের কোনও সম্পর্ক নেই। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় কোনোভাবেই তাঁর মৃত্যু হয়নি বলেই নিশ্চিত করেছে ভারত বায়োটেক কিন্তু জনমানসে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃ একা গাড়ি চালালে মাস্ক বাধ্যতামূলক নয়, দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের কোনও তথ্য এখনও প্রকাশ্যে আনেনি ভারত বায়োটেক। এমনকী টিকার কার্যকারিতা কত শতাংশ তাও সরকারি ভাবে জানায়নি এই সংস্থা। তা সত্বেও কেন্দ্র জরুরি প্রয়োগের জন্য কোভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে। সেই নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তাদের দাবি মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে সরকার। তবে ভারত বায়োটেকের কর্ণধার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাদের টিকা নিয়ে অহেতুক রাজনীতি হচ্ছে। এই মৃত্যুর ঘটনায় পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও হদিশ পায়নি বলে জানিয়েছে ভারত বায়োটেক। তদন্তে মধ্যপ্রদেশ পুলিশকে তারা সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেই সংস্থার তরফে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here