‘কোভ্যাক্সিন’ প্রয়োগে বাঁদরের শরীরে ইতিবাচক সাড়া, ভারতের করোনা টিকা ঘিরে বাড়ছে প্রত্যাশা

0
45

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার কবলে গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও জাঁকিয়ে বসেছে এই ভাইরাস। সংক্রমিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। অন্যদিকে, স্থগিত হয়ে গিয়েছে অক্সফোর্ডের তৈরি টিকা ‘কোভিশিল্ড’-এর পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্ল্যাল ট্রায়াল)। তাতেই বাড়ছে উদ্বেগ।

COVAXIN | newsfront.co
ফাইল চিত্র

ঠিক এমন সময় খানিকটা স্বস্তির খবর শোনাল ভারতের প্রথম সারির ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক। নতুন পথের দিশা দেখাচ্ছে ভারতের তৈরি করা টিকা ‘কোভ্যাক্সিন’।

দেশে এখন দ্বিতীয় পর্বের টিকার ট্রায়াল চালাচ্ছে হায়দ্রাবাদের এই সংস্থা। মানুষের শরীরে করোনা টিকা কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগের পাশাপাশি প্রাণীদেহেও তারা সেফটি ট্রায়াল চালিয়েছিল। সেই ট্রায়ালের রিপোর্ট বেশ ইতিবাচক বলেই টুইট করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ দেশে একদিনে করোনা আক্রান্ত ৯৭ হাজারের বেশি

প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে বড়সড় সাফল্য মিলেছে। টিকা প্রস্তুতকারক সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, চারটি দলে ভাগ করে ২০টি রিস্যাস ম্যাকাস প্রজাতির বাঁদরের উপরেও ওই টিকা প্রয়োগ করা হয়েছিল। তার ফল মিলেছে আশাতীত। এমনটাই জানিয়েছেন ওই গবেষণার সঙ্গে যুক্ত বিপিন এম বশিষ্ঠ নামে বিজনৌরের এক চিকিৎসক। তিনি টুইট করেছেন, ‘‘কোভ্যাক্সিন ম্যাকাসের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে।’’

আরও পড়ুনঃ নিয়ম না মানলে বাতিল উড়ানঃ ডিজিসিএ

রিস্যাস ম্যাকাস শ্রেণীর ওই বাঁদরদের একটি দলকে প্ল্যাসিবো (আসল টিকা নয়) দেওয়া হয়েছিল। বাকি তিনটি দলকে ১৪ দিনের মধ্যে তিনটি ভিন্ন ধরনের টিকা দেওয়া হয়েছিল। তাতে যা ফল মিলেছে তা যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মনে করছেন গবেষকরা। কারণ, টিকা দেওয়ার পর রিস্যাস বাঁদরদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। পরীক্ষায় এটাও দেখে গিয়েছে, ওই তিনটি দলে ভাগ করা বাঁদরদের শরীরে নিউমোনিয়ার লক্ষণ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here