মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কোভ্যাক্সিনের আকাল, তাই সোমবার থেকে কলকাতার কোভ্যাক্সিনের টিকাকেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। রবিবার নোটিস কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর কোভ্যাক্সিন এসে পৌঁছয়নি রাজ্যে। তাই শহরে কোভ্যাক্সিনের ভাণ্ডার শূণ্য।
ভ্যাকসিনের ঘটতি হওয়ার কারণেই কোভ্যাক্সিনের টিকাকরণ আপাতত বন্ধ রাখতে হচ্ছে। তবে অন্যান্য দিনের মতোই নিয়ম মেনে চলবে কোভিশিল্ডের টিকাকরণ। কলকাতা পুরসভার তরফ থেকে এদিন এমনটাই জানানো হয়েছে।
কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত টিকা পাচ্ছে না বাংলা, বারবার এই অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কিন্তু তাতেও কোনও সুরাহা মেলেনি।
আরও পড়ুনঃ করোনায় মৃতদেহের সার্টিফিকেট নিয়ে নয়া গাইডলাইন ইস্যু কেন্দ্রের
এদিকে, পর্যাপ্ত ভ্যাকসিন না মেলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। চাইলেও তাঁরা পাচ্ছেন না ভ্যাকসিন। সামনেই পুজো, সেইসনয় করোনা সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই পুজোর আগে যতটা সম্ভব টিকাকরণ এগিয়ে নিয়ে যাওয়াই শ্রেয় ছিল বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584