জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বড়ঞা থানার এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে কয়েকজন দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বড়ঞা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম সিভিক ভলেন্টিয়ারের নাম আহমেদ রেজা। বর্তমানে বড়ঞা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
আহমদ রেজার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং অতর্কিত হামলা চালায় আহমেদ রেজার উপর। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম অবস্থায় আহমেদ রেজাকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকান্ড মহারাষ্ট্রের হাসপাতালে, মৃত আইসিসিইউ-এ ভর্তি ১০ করোনা রোগী
পরিবার সূত্রে খবর, আহমদ রেজার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না, আহমেদ রেজা সুনামের সঙ্গে বড়ঞা থানায় সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিলেন। তবে কি কারণে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবার। দোষীদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। সিভিক ভলেন্টিয়ারের উপর এই হামলার পর থেকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুলি চৌরাস্তা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584