ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ থেকে বেড়ে হল ৫০ টাকা। করোনা সংক্রমণ রুখতে এমনই সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
ওয়েস্টার্ন রেলওয়ের ৭ টি ডিভিশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে মুম্বাই, ভাদদরা, আমেদাবাদ, রাতলাম, ভাবনগর, রাজকোট অন্যতম। এই সাতটি ডিভিশনের ২৫০ স্টেশনে সতর্কতামূলক হবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের দক্ষিণ শাখায় শুধুমাত্র চেন্নাই স্টেশনে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্য রেলওয়ের ৫ টি ডিভিশনে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যার মধ্যে রয়েছে মুম্বাই, নাগপুর, সোলাপুর ও পুণে।
ওয়েস্টার্ন জোনের অন্তর্গত আমেদাবাদ,গান্ধীধাম,পালানপুর ও ভুজ, মহেশানা,ভিরামগাম,মনিনগর, শ্যামাখালি, পাঠান, উনঝা, শিদপুর ও দুই সবরমতী স্টেশনে মানুষের অযাচিত ভিড় কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলের তরফ থেকে জানানো হয়েছে শীঘ্রই অন্যান্য স্টেশনও প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584