করোনা:প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ থেকে বেড়ে হল ৫০ টাকা

0
94

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ থেকে বেড়ে হল ৫০ টাকা। করোনা সংক্রমণ রুখতে এমনই সিদ্ধান্ত  নিল ভারতীয় রেল।

ওয়েস্টার্ন রেলওয়ের ৭ টি ডিভিশনে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে মুম্বাই, ভাদদরা, আমেদাবাদ, রাতলাম, ভাবনগর, রাজকোট অন্যতম। এই সাতটি ডিভিশনের ২৫০ স্টেশনে সতর্কতামূলক হবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের দক্ষিণ শাখায় শুধুমাত্র চেন্নাই স্টেশনে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্য রেলওয়ের ৫ টি ডিভিশনে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যার মধ্যে রয়েছে মুম্বাই, নাগপুর, সোলাপুর ও পুণে।

গ্ৰাফিক্স চিত্র

ওয়েস্টার্ন জোনের অন্তর্গত আমেদাবাদ,গান্ধীধাম,পালানপুর ও ভুজ, মহেশানা,ভিরামগাম,মনিনগর, শ্যামাখালি, পাঠান, উনঝা, শিদপুর ও দুই সবরমতী স্টেশনে মানুষের অযাচিত ভিড় কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে শীঘ্রই অন্যান্য স্টেশনও প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here