নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
চীনের কয়েকটি শহরে নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোয় একাধিকবার নীতিতে পরিবর্তন এনেছে তারা। কড়া লকডাউনের পথেও হেঁটেছে সম্প্রতি। তবে এবারের ঘটনা ছাড়িয়ে গিয়েছে সবকিছুকে। এখন থেকে কোভিড সংক্রমিত ব্যক্তিদের ধাতব বাক্সে বন্দি করে আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছে শি জিংপিন সরকার। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে সে ভিডিও। উল্লেখ্য, আর কয়েক সপ্তাহ পরেই বেজিং-এ শুরু হবে অলিম্পিক্স তার আগে ‘জিরো কোভিড’ নীতি নিয়েছে সরকার।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে কোভিড আক্রান্ত ব্যক্তিদের বা তাঁদের সংস্পর্শে আসা সকলকে ধাতব বাক্সের মতো ঘরে রেখে দেওয়া হচ্ছে অন্তত দু সপ্তাহ। সেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, এমনকি, গর্ভবতী মহিলাদেরও জোর করে ওই বাক্সে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে সংবাদসংস্থা সূত্রে।
Sometimes kids will be locked alone without their parents guardianship. pic.twitter.com/8TC9XxlfYt
— Songpinganq (@songpinganq) January 9, 2022
আরও পড়ুনঃ পুরনো টিকার বুস্টার ঠেকাতে পারবে না করোনার নতুন নতুন স্ট্রেন, বলছে WHO; বিভ্রান্ত জনসাধারণ
সোমবার জিআন শহরে ১৩ জনের সংক্রমনের খবর আসায় গোটা শহরবাসীকে বাড়িতেই থাকতে বলা হয়েছে। খাবার কিনতে বাইরে বেরোনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। ইউচৌ শহরে মাত্র ৩ জন উপসর্গবিহীন আক্রান্তের খবর মেলায় এক সপ্তাহের জন্য কড়া লকডাউনের ঘোষণা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584