নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফালাকাটায় কর্মরত করোনা যোদ্ধারা দীর্ঘ তিনমাস ধরে তাদের সাম্মানিক না পেয়ে সোমবার ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল। এর ফলে কার্যালয়ের ঢুকতে পারলেননা ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ।
আন্দোলনরত করোনা যোদ্ধারা অফিস ঘরে তালা ঝুলিয়ে বাইরে থেকে তাদের কর্মসূচি চালিয়ে যেতে থাকে । ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় তিন দিন সময় দেয় আন্দোলন কারীরা। এরপর অফিস খুলে দিলে ভেতরে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক।
এদিন আন্দোলনকারী বিজয় রায় বলেন, “আমরা গত তিনমাস থেকে আমাদের মাইনে পাচ্ছিনা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন কাজ করলে করো নইলে ছেড়ে দাও । আজ নিরুপায় হয়ে আন্দোলনে যেতে বাধ্য হলাম। তিনমাস থেকে মাইনে না পেয়ে আমরা স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে বেঁচে আছি। তিনদিনের সময় দেওয়া হয়েছে বিএমওএইচ স্যার বলেছেন বিষয়টি নিয়ে কথা বলবেন।”
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ
এবিষয়ে ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথি কয়াল বলেন, “আমি আজ আমার অফিসে ঢুকতে পারিনি। অফিসে এসে দেখি তালা মেরে আন্দোলন করছে। আমি সিএমওএইচ স্যার ও আইসি স্যারকে বিষয়টি জানালে পুলিশ এসে আমার অফিস খুলে দেয় তারপর অফিসে ঢুকি। আন্দোলনকারীরা তিন দিনের সময় দিয়েছেন তাদের বকেয়া মায়না মেটাবার জন্য। আমি বিষয়টি নিয়ে সিএমওএইচ এর সাথে কথা বলবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584