নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বর্ষবরণের উৎসবেও রাশ টানল কলকাতা হাইকোর্ট। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষশেষের রাতে শারদোৎসবের মতো সতর্কতা অবলম্বনের নির্দেশ জারি করল হাইকোর্ট। মঙ্গলবার আদালতের তরফে জানানো হয়েছে, বর্ষবরণের রাতে ভিড় নিয়ন্ত্রণের জন্য তৎপর থাকতে হবে পুলিশকে।
আদালতের নির্দেশে বলা হয়েছে, বর্ষ বিদায় ও বর্ষ শুরুর সন্ধিক্ষণকে স্বাগত জানাতে পার্কস্ট্রিট-সহ শহরের বেশ কয়েকটি স্থানে ভিড় হয়। এমন সব জায়গায় চেকপোস্ট বানিয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে কলকাতা পুলিশকে। কোথাও যেন ভিড় না হয় তা দেখার দায়িত্ব মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবেরও।
অতিমারি পরিস্থিতিতে আদৌ পুজো করার অনুমতি দেওয়া সঙ্গত কি না তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট ওই নির্দেশিকা জারি করেছিল। গত সপ্তাহে সেই একই মামলার প্রতি ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। মঙ্গলবার তার প্রেক্ষিতেই নির্দেশ দেয় হাইকোর্ট।
আরও পড়ুনঃ বাংলায় করোনার নয়া ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত ১
আদালতের বক্তব্য, উৎসবের মরসুম শেষ হয়ে গিয়েছে। কিন্তু বছর শেষে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে বলে সংবাদমাধ্যমের মাধ্যমে নজরে আসছে। এই অবস্থায় করোনা বিধি যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং স্যানিটাইজার এর ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। বাড়াতে হবে করোনা নিয়ে জনসচেতনতাও।
আরও পড়ুনঃ টিকা নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
গত ২৫ ডিসেম্বর বড়দিনের রাতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই রাজ্যের বিভিন্ন জায়গায় উপচে পড়ে ভিড়। বিশেষ করে কলকাতার পার্ক স্ট্রিট-সহ বেশ কিছু জায়গায়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ বাড়ে।
আশঙ্কা, বড়দিনের মতো বর্ষবিদায় ও বর্ষবরণের রাতেও বিপুল ভিড় হতে পারে। ওই রাতে যাতে ভিড় নিয়ন্ত্রিত হয়, সে দিকে রাজ্যের পুলিশ-প্রশাসনকে বিশেষ ভাবে নজর দিতে বলেছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584