নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কোভিড সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হলো মুর্শিদাবাদের ভরতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ভরতপুরের করোনা রোগীদের সুবিধার্থে ভরতপুর বিধানসভা বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে এই কোভিড সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভরতপুর ১নম্বর ব্লকের বিডিও আবিদা সুলতানা, বি এম ও এইচ অবিনাশ কুমার ও ভরতপুর ১নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত ।
আরও পড়ুনঃ আবারও জলঙ্গিতে নাবালিকার বিয়ে রুখল পুলিশ প্রশাসন
একসাথেই এদিন বিধায়ক হুমায়ুন কবির নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে ২৪ টি অক্সিমিটার তুলে দিলেন এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পাশাপাশি ভরতপুর ব্লকের ২৪ টি হেলথ সাব সেন্টারকে এবং হাসপাতাল পরিকাঠামোর অবস্থা উন্নয়নের জন্য আশ্বাস দেন । উপস্থিত ছিলেন ভরতপুরের ২৪ টি সেন্টারের এন এম দিদিমনিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584