কোভিড হাসপাতাল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

0
53

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কোভিড হাসপাতালের কর্মী হওয়ায় ১৫ দিন পর বাড়ি ঢুকতে গিয়ে গ্রামবাসীদের হাতে বেধড়ক মারধর খেল এক করোনা যোদ্ধা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতওয়ালী থানার অন্তর্গত কুলদা গ্রামে। বর্তমানে সেখ নাজিরুদ্দিন নামে ঐ যুবক গুরুতর আহত অবস্থায় চিকিত্‍সাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

workers injured | newsfront.co
আহত করোনা যোদ্ধা ৷ নিজস্ব চিত্র

জানা গেছে, মেদিনীপুরের কোভিড লেবেল ১ আয়ুশ হাসপাতালের কর্মরত সেখ নাজিরুদ্দিন আজ সন্ধ্যায় ছুটি পেয়ে কুলদা গ্রামে নিজের বাড়িতে যখন ফিরছিল, সেই সময় গ্রামবাসীরা তাকে গ্রামে ঢুকতে বাধা দেয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ইসলামপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ধৃত স্বামী

এরপরেই অন্যান্য সহকর্মীরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঐ যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কোতওয়ালী থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত আগামীকাল থেকে মেদিনীপুর ও শালবনী কোভিড হাসপাতালে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন করোনা যোদ্ধারা।মহামারি যোদ্ধাদের কেন বারবার মারধর, হেনস্থার শিকার হতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here